আন্তর্জাতিক ডেস্ক : নোবেল জয়ী কবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং সুভাষ চন্দ্র বসু নিয়ে শব্দ বোমা ফাটিয়ে এখন বিপাকে পড়েছেন ভারতের সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি মার্কেন্ডেয় কাটজু। তিনি সম্প্রতি টুইটারে লিখেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন ব্রিটিশদের হাতের কাঠপুতুল আর সুভাষ চন্দ্র বসু ছিলেন জাপানিদের এজেন্ট।
কাটজু লিখেছেন, ‘কয়েকদিনের মধ্যেই আমি কোলকাতায় যাচ্ছি। কয়েকটি বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানে বক্তব্য রাখতে যাচ্ছি ওখানে। ব্রিটিশদের হাতের পুতুল রবীন্দ্রনাথ ঠাকুর এবং জাপানের চর সুভাষ চন্দ্র বসুকে আক্রমণ করে ভাষণ দেব। এর অর্থ মৌচাকে ঢিল ছোঁড়া। ভাষণ শুনে বাঙালিরা ভিমরুলের মতো আমার রক্ত খুঁজবেন। কিন্তু তাদের সত্যিটা জানা দরকার। দীর্ঘদিন ধরে তারা ভুল ধারণা নিয়ে আছেন।’
এদিকে, বিচারপতি কাটজুর এমন মন্তব্য নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে। কোলকাতায় এসে ভাষণ দেয়ার আগেই তার বিরুদ্ধে জোড়াসাঁকো থানায় এফআইআর দায়ের করেছেন রাজ্যের একমাত্র বিজেপি বিধায়ক শমিক ভট্টাচার্য। কাটজুর মন্তব্যকে ‘বাঙালির বিরুদ্ধে সাম্প্রদায়িক আবেগের প্রকাশ’ বলে মনে করছেন বিধায়ক শমিক ভট্টাচার্য।
মার্কেন্ডেয় কাটজু অবশ্য এর আগেও নানা বিতর্কিত মন্তব্য করে সংবাদের শিরোনামে এসেছেন। গত মার্চ মাসে তিনি ভারতের জাতিরজনক মহাত্মা গান্ধী সম্পর্কে মন্তব্য করে বলেছিলেন, ‘গান্ধীজি এদেশে ইংরেজদের প্রতিনিধি ছিলেন। দেশের মধ্যে বিভাজনের রাজনীতির বীজ বপন করেছিলেন। রাজনীতি এবং ধর্মকে এক করে দীর্ঘ দশক ধরে দেশের মানুষের মারাত্মক ক্ষতি করেছেন গান্ধীজি।’ সেই সময় সুভাষ চন্দ্র বসু সম্পর্কেও বিরূপ মন্তব্য করেছিলেন তিনি।
এ নিয়ে দেশ জুড়ে বিতর্ক সৃষ্টি হলে গত ১১ মার্চ সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় কাটজুর বিরুদ্ধে সর্বসম্মতভাবে নিন্দা প্রস্তাব পাস হয়। কাটজু অবশ্য রণেভঙ্গ না দিয়ে এবার রবীন্দ্রনাথ ঠাকুর এবং সুভাষ চন্দ্র বসু সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেছেন। শুধু তাই নয়, খুব শিগগিরি কোলকাতায় এসে এ ব্যাপারে তিনি কয়েকটি বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানে বক্তব্য রাখবেন বলে কার্যত চ্যালেঞ্জ জানিয়েছেন কাটজু। সূত্র: রেডিও তেহরান
১৭ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/সৈকত/এমএস