আন্তর্জাতিক ডেস্ক : চোরের দাপটে অতিষ্ঠ এলাকার বাসিন্দারা৷ রাত-বিতাতে গৃহস্থের ঘরে হানা দিয়ে সোনাসহ অন্যান্য সামগ্রী চুরির ঘটনা ঘটছিল অহরহ৷ স্বাভাবিকভাবেই নিরাপত্তার প্রশ্নে নাজেহাল হতে হচ্ছিল থানা পুলিশকে৷ কিন্তু কিছুতেই চোরের নাগাল পাওয়া যাচ্ছিল না।
শেষ পর্যন্ত প্রেমের অভিনয়েই সাফল্য এল৷ ‘প্রেমিকা’বেশী নারী কনস্টেবলের সঙ্গে দেখা করতে গিয়ে শ্রীঘরে ঠাঁই হলো চোরের। ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বনগাঁয়৷
জানা গেছে, কয়েকদিন ধরে বনগাঁ থানা এলাকার একাধিক বাড়িতে সোনাসহ অন্যান্য সামগ্রী চুরি হচ্ছিল৷ তদন্তে নামে পুলিশ একটি ফোন নম্বর জানতে পারে। এরপর চোরকে ধরতে প্রেমের ফাঁদ পাতেন বনগাঁ থানার এক নারী কনেস্টবল৷ শুরু হয়ে ফোনে প্রেমালাপ৷ টেলিফোনেই একে অপরকে মন দেয়া-নেয়ার পর্ব সেরে ফেলেন৷ এরপরই দেখা করার পরিকল্পনা৷
‘প্রেমিকা’বেশী নারী কনস্টেবলের সঙ্গে দেখা করতে মঙ্গলবার সন্ধ্যায় বনগাঁ স্টেশনের এক নম্বর প্লাটফর্মে আসেন ওই চোর৷ আগে থেকেই স্টেশন চত্বর ঘিরে রেখেছিল পুলিশ৷ ‘প্রেমিক’ চোর স্টেশনে ঢুকতেই তাকে ধরে ফেলে পুলিশ সদস্যরা৷
পরে জেরার মুখে আটক আব্দুল মণ্ডল চুরির কথা স্বীকার করেন৷ তিনি পুলিশকে জানান, চোরাই সোনা বনগাঁর এক জুয়েলার্সে বিক্রি করেছেন তিনি৷ পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে চোরাই সোনা কেনার অভিযোগে সংশ্লিষ্ট জুয়েলার্সের মালিককে আটক করে পুলিশ৷-কোলকাতা ২৪
এমটিনিউজ/এসবি