শুক্রবার, ১৩ অক্টোবর, ২০১৭, ০৮:২৯:৪৪

‘রোহিঙ্গা আবর্জনা’ গ্রহণ করা উচিত নয়: ত্রিপুরার গভর্নর

‘রোহিঙ্গা আবর্জনা’ গ্রহণ করা উচিত নয়: ত্রিপুরার গভর্নর

জাকারিয়া হারুন : মিয়ানমার থেকে ভারতে আশ্রয় নেয়া রোহিঙ্গাদেরকে ‘খুব খারাপ’ এবং ‘দেশের নিরাপত্তার জন্য হুমকি’ বলে মন্তব্য করেছেন ত্রিপুরার গভর্নর তথাগত রায়। তিনি বলেন, ‘অবৈধ অভিবাসীদের বহিষ্কার করার জন্য কেন্দ্রীয় সরকারের পদক্ষেপের বিরোধিতাকারী রাজনীতিবিদরা নোংরা রাজনীতি করছেন।’

তথাগত বাবুর দাবি, রোহিঙ্গা মুসলিমদের দেশে বাস করার অনুমতি দিলে এতে হিন্দুদের পালাতে হতে পারে। রাখাইন প্রদেশের সঙ্গে ভারতের সীমান্ত নেই। তাহলে আমাদের কেন ওই রোহিঙ্গাদের আশ্রয় দিতে হবে? আর যদি ভারত এরকম কিছু করে তাহলে আগামীদিনে অন্য কোনো দেশের এ ধরণের অভিবাসীদের আশ্রয় দিতে হবে।

হিন্দুত্ববাদী সাবেক বিজেপি নেতা তথাগত রায়ের মতে, ভারত যদি রোহিঙ্গাদের বসবাস করতে দেয় তাহলে জনসংখ্যার ওপরে এর প্রভাব পড়বে এবং এর পরে হিন্দুদের পালাতেও হতে পারে! তথাগত বাবু কিছুদিন আগে কলকাতায় এক অনুষ্ঠানে রোহিঙ্গাদের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, দেশটা কি ধর্মশালা যে, যে আসবে তাকে থাকতে দিতে হবে?

তার দাবি, বাংলাদেশ, পাকিস্তান, সৌদির মতো দেশ তাদের থাকতে দিচ্ছে না, আমরা কেন দেবো? তিনি বলেন, কোনও মুসলিম রাষ্ট্র বা বাংলাদেশ রোহিঙ্গাদের গ্রহণ করছে না। কিন্তু, ভারত-বিশাল ধর্মশালা, তাকে গ্রহণ করতেই হবে। যদি ‘না’ বলা হয়, তাহলে আপনি অমানবিক! তিনি ভারতের ‘রোহিঙ্গা আবর্জনা’ গ্রহণ করা উচিত নয় বলেও মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন। সূত্র : পার্সটুডে
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে