শুক্রবার, ১৩ অক্টোবর, ২০১৭, ১১:০০:৪৫

আন্তর্জাতিক চাপের মুখে পড়ে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার ডাক দিলেন সূ চি

 আন্তর্জাতিক চাপের মুখে পড়ে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার ডাক দিলেন সূ চি

আন্তর্জাতিক ডেস্ক : রোহিঙ্গাদের উপর মিয়ানমার সেনাবাহিনির করা হত্যাযজ্ঞে আন্তর্জাতিক চাপে রয়েছে মিয়ানমার সরকার।  এবার এই চাপের মুখে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার ব্যাপারে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন দেশটির রাষ্ট্রীয় পরামর্শক অং সান সু চি।

গতকাল বৃহস্পতিবার জাতির উদ্দেশে টেলিভিশনে দেওয়া এক ভাষণ দেয়ার সময় সূ চি জানান, "রাখাইন রাজ্যের পরিস্থিতি নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।  এই কমিটি আন্তর্জাতিক ও স্থানীয় পরিপ্রেক্ষিত বিবেচনায় নিয়ে কাজ করবে। "

সু চি সতর্কতার সুরে বলেন, তাঁর সরকার বাংলাদেশে থাকা রোহিঙ্গাদের’ ফিরিয়ে নেওয়ার ব্যাপারে আলোচনা শুরু করেছে।  তবে এ ব্যাপারে তিনি বিস্তারিত কিছু বলেননি।  কিন্তু সরকারের সঙ্গে কথা বলে জানা গেছে, যারা ফিরবে, তাদের স্থায়ী প্রমাণ দিয়েই ফিরতে হবে।

এ বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা শুরু করা হয়েছে বলেও জানান তিনি।

কিন্তু জানা যায়, এ ধরনের প্রমাণপত্র খুব কম জনেরই আছে কিংবা রোহিঙ্গাদের সাথে এইসব প্রমাণও গায়েব হয়ে গেছে।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে