শুক্রবার, ১৩ অক্টোবর, ২০১৭, ০৫:৪১:৫৫

সেনা অবমাননা : রাখাইনের স্বাধীনতাকামী নেতার ১৮ মাসের দণ্ড

সেনা অবমাননা : রাখাইনের স্বাধীনতাকামী নেতার ১৮ মাসের দণ্ড

আন্তর্জাতিক ডেস্ক: সেনাবাহিনীকে অবমাননার অভিযোগে মিয়ানমারের রাখাইনের স্বাধীনতাকামী সংগঠন আরাকান লিবারেশন পার্টির (এএলপি) এক সদস্যকে ১৮ মাসের কারাদণ্ড দিয়েছেন রাখাইনের এক আদালত। বৃহস্পতিবার রাখাইনের স্থানীয় এক আদালতে গত বছরের দায়েরকৃত মামলার রায়ে তাকে এ দণ্ড দেয়া হয়।

এএলপির উপ-তথ্য কর্মকর্তা কো খাইং তুন ২০১৬ সালের তৎকালীন সামরিক সরকারের ক্ষমতার সময় রাখাইনে সেনাবাহিনীর সঙ্গে আরাকান আর্মির (এএ) সদস্যদের সংঘর্ষের তথ্য এক বিবৃতিতে প্রকাশ করেন।

গত বছরের ২৪ এপ্রিলে তার ওই বিবৃতি প্রকাশের পর সেনাবাহিনী তার বিরুদ্ধে সেনা-অবমাননা ও জনগণকে উসকানি দেয়ার দুটি অভিযোগ আনা হয়।

মামলার শুনানি শেষে বৃহস্পতিবার রাখাইনের রাজধানী সিত্তের আদালত দণ্ডবিধির ৫০৫ বি ও সি ধারায় কো খাইং তুনকে দোষী সাব্যস্ত করে ১৮ মাসের কারাদণ্ড ঘোষণা করেন।

রায় শোনার পর এএলপির এই কর্মকর্তা বলেন, ‘আমার এই দণ্ড হচ্ছে দেশব্যাপি যুদ্ধবিরতি চুক্তির (এনসিএ) কারাদণ্ড।’
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে