শুক্রবার, ১৩ অক্টোবর, ২০১৭, ০৮:৪৪:১৯

রাখাইন রাজ্যে বর্বরতা: খতিয়ে দেখতে বিভাগীয় তদন্ত কমিটি গঠন

 রাখাইন রাজ্যে বর্বরতা: খতিয়ে দেখতে বিভাগীয় তদন্ত কমিটি গঠন

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা গ্রামগুলোতে বর্বর হত্যা, লুটপাট, অগ্নিসংযোগ চালানোর পর আন্তর্জাতিক সমালোচনার মধ্যে লেফটেন্যান্ট জেনারেল আয় উইনের নেতৃত্বে বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেছে দেশটির সেনাবাহিনী। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, গত ২৫ অগাস্ট থেকে পরিচালিত ওই অভিযানে সেনা সদস্যরা কোথাও নিয়ম ভেঙেছে কি না, তা খতিয়ে দেখবে এই তদন্ত কমিটি।

মিয়ানমারের সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লাইংয়ের ফেইসবুক পেইজে শুক্রবার ওই তদন্তের তথ্য প্রকাশ করা হয়। তবে তিনি এটাও বলেছেন, বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমারের সংবিধান অনুযায়ী সেনাবাহিনীর ওই অভিযান ছিল বৈধ। সেনাবাহিনী ওই অভিযান শুরুর পর লাখ লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। রাখাইনে রোহিঙ্গাদের গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়ার পাশাপাশি হত্যা, লুটপাটের অভিযোগ করেছে বাংলাদেশে আশ্রয় নেওয়া এসব রোহিঙ্গারা।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে