আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া জানিয়েছে, মার্কিন সেনারা অস্ত্র নিয়ে রাশিয়ার সীমান্তের খুব কাছাকাছি চলে এসেছে। এটি ন্যাটোর সঙ্গে রাশিয়ার শান্তিচুক্তির লঙ্ঘন।
সম্প্রতি বাল্টিক এলাকায় ন্যাটো বাহিনীর সঙ্গে মার্কিন বাহিনী সেই এলাকায় তৎপরতা চালাচ্ছে।
রাশিয়ার এই অঞ্চলটি কৌশলগত কারণে গুরুত্বপূর্ণ। কারণ পোল্যান্ড সীমান্তের নিকটবর্তী কালিনিনগ্রাদে রাশিয়ার গুরুত্বপূর্ণ এস৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে বলে জানা যায়। আর এই এস-৪০০ মোতায়েন নিয়ে আমেরিকা এবং রাশিয়ার মধ্যে বেশ কিছুদিন ধরেই বিবাদ চলছে।
আগেই কালিনিনগ্রাদে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েন নিয়ে তীব্র আপত্তি জানিয়েছে আমেরিকা। এতে ইউরোপের নিরাপত্তা বিঘ্নিত হবে বলে এই দাবি করে আমেরিকা।
যদিও আমেরিকার এই দাবি একেবারে উড়িয়ে দিয়েছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, আমেরিকাই ইউরোপে ক্ষেপণাস্ত্র মোতায়েন করে আঞ্চলিক স্থিতিশীলতাকে বিপদাপন্ন করে তুলেছে। রাশিয়া শুধু নিজ দেশকে সুরক্ষিত রাখার চেষ্টা করছে।-এমএসএন
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস