শুক্রবার, ১৩ অক্টোবর, ২০১৭, ১১:৩৮:৫০

প্রণব মুখার্জীকে নিয়ে বিস্ফোরক মন্তব্য মনমোহন সিং

প্রণব মুখার্জীকে নিয়ে বিস্ফোরক মন্তব্য মনমোহন সিং

আন্তর্জাতিক ডেস্ক : দীর্ঘ ৯ বছরের বেশি সময় ধরে ভারত শাসন করেছে কংগ্রেস নেতৃত্বাধীন জোট সরকার। কংগ্রেস জমানায় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং। ভারতের এই সাবেক প্রধানমন্ত্রী এবার এসে কংগ্রেসের বর্ষিয়ান নেতা ও ভারতের সাবেক রাষ্ট্রপতিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছে।

তিনি প্রধানমন্ত্রী হওয়ায় অখুশি হয়েছিলেন সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জী শুক্রবার খোদ নিজের মুখে একথা স্বীকার করেন সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। এদিন মনমোহন সিং বলেন, ''আমাকে প্রধানমন্ত্রী করার সিদ্ধান্ত নিয়েছিলেন সোনিয়া গান্ধী। সেই সিদ্ধান্ত নেওয়ার পিছনে আমার কোন ভুমিকা ছিল না।''

এদিন নয়াদিল্লিতে প্রণব মুখার্জী নতুন বই 'দ্য কোয়ালিশন ইয়ারস-১৯৯৬-২০১২' প্রকাশিত হয়। বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত হন সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। সেখানে এসে তিনি সাবেক রাষ্ট্রপতি ও তার সম্পর্ক নিয়ে খোলামেলা অনেক আলোচনা করেন।

তিনি বলেন, ''দলে আমার থেকে অনেক সিনিয়র প্রণব মুখার্জী। কিন্তু তাসত্ত্বেও সোনিয়া গান্ধী আমায় প্রধানমন্ত্রী করার সিদ্ধান্ত নেন। এই সিদ্ধান্ত নেওয়ার পিছনে আমার কোন ভুমিকা ছিল না। তিনি সেটা ভালো করেই জানতেন।''

প্রসঙ্গত ২০০৪ সালে লোকসভা ভোটে বিজেপিকে হারিয়ে ক্ষমতায় আসে কংগ্রেস শাসিত ইউপিএ সরকার। সবাইকে চমকে প্রধানমন্ত্রী পদে মনমোহন সিংয়ের নাম ঘোষণা করেন সোনিয়া গান্ধী। আর অর্থমন্ত্রী হন প্রণব মুখার্জী।

সোনিয়ার এই সিদ্ধান্তে প্রণবের পছন্দ না হলেও মনমোহন সিংয়ের সঙ্গে তার সম্পর্কে কোনও প্রভাব পড়েনি। এদিন বই প্রকাশ অনুষ্ঠানে এমনটাই জানান ভারতের সাবেক প্রধানমন্ত্রী।

সাবেক সহকর্মীর প্রশংসা করে মনমোহন সিং বলেন, ''আমি পরিস্থিতির চাপে রাজনীতিতে এসেছি। কিন্তু তিনি স্বেচ্ছায় রাজনীতিতে এসেছিলেন এবং তার মধ্যে সেই গুণাবলীগুলি আছে। ''

৭০'এর দশকে অর্থমন্ত্রী থাকাকালীন মনমোহন সিংকে সেন্ট্রাল ব্যাঙ্কের গভর্নর নিযুক্ত করেছিলেন প্রণব মুখার্জী। একসময় তার অধীনস্থে কাজ করা মনমোহন সিংকে পরবর্তীকালে দেশের প্রধানমন্ত্রী করায় তা প্রত্যাশিতভাবেই তিনি মেনে নিতে পারেননি।

তবে এই সিদ্ধান্তের কারণে এই দুই সহকর্মীর মধ্যে কোনও তিক্ততা আসেনি। বরং একে অপরের প্রতি শ্রদ্ধা রেখেই সরকারের সবচেয়ে দুই গুরুত্বপূর্ণ মন্ত্রক সামলে গিয়েছেন। এদিন মনমোহন সিং সেই কথা মনে করিয়ে বলেন, ''জীবনের শেষ দিন পর্যন্ত এই সম্পর্ক বজায় থাকবে।''

এমটিনিউজ/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে