আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকাকে তৃতীয় বিশ্ব যুদ্ধের দিকে নিয়ে যাচ্ছেন। এমনটাই মন্তব্য করলেন মার্কিন সিনেটর পররাষ্ট্র বিষয়ক কমিটির প্রধান সিনেটর বব ক্রোকার।
তিনি আরও জানিয়েছেন, ট্রাম্প সেভাবে দেশ পরিচালনা করছেন তা টিভি নাটকের জন্য উপযুক্ত হলেও হোয়াইট হাউজের জন্য মোটেও খাপ খায় না। নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ক্রোকার।
ক্রোকার বলেন, ট্রাম্প গভীর উদ্বেগের সৃষ্টি করছেন। আসলে আমেরিকা নিয়ে যারাই ভাবেন তাদের জন্য ট্রাম্প উদ্বেগের কারণ হয়ে উঠেছে বলেও জানান তিনি। রিপাবলিকান দলের সিনেটর হওয়া সত্ত্বেও ট্রাম্পের কঠোর সমালোচনা করতে দ্বিধা করেননি ক্রোকার।
ট্রাম্পের নেতৃত্বের দক্ষতা নেই উল্লেখ করে তিনি বলেন, টুইটার বার্তা দিয়ে বরং প্রশাসনিক নীতি বাস্তবায়নে বাধা সৃষ্টি করছেন ট্রাম্প। তার অভিমত, আমেরিকার সঙ্গে তৃতীয় বিশ্বযুদ্ধ এখন সময়ের অপেক্ষা।
এমটিনিউজ/এসবি