আন্তর্জাতিক ডেস্ক : রোহিঙ্গা শরণার্থীদের ফেরত পাঠানোর বিষয়ে ভারত সরকারকে সংযত হওয়ার বার্তা দিলো ভারতের সুপ্রিম কোর্ট৷ দেশটির সর্বোচ্চ আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের আগে কাউকে ফেরত পাঠানো যাবে না বলেই মোদি সরকারকে জানিয়েছে শীর্ষ আদালত। ২১ নভেম্বর পর্যন্ত আদালত বিষয়টি মুলতবি রেখেছে৷
ভারতের সুপ্রিম কোর্ট বলেছে, জাতীয় সুরক্ষা ও মানবাধিকারের মধ্যে ভারসাম্য রাখতে হবে। মায়ানমারের রাখাই প্রদেশে জাতিগত সংঘর্ষের কারণে আগে থেকে বহু রোহিঙ্গা মুসলিম ভারতে আশ্রয় নিয়েছেন৷
রোহিঙ্গাদের মধ্যে জঙ্গি প্রভাব ছড়িয়ে পড়তে পারে৷ এমনই আশংকা তৈরি হয়েছে৷ ভারতের আইন মোতাবেক রোহিঙ্গাদের থাকা অবৈধ বলে জানিয়েছে বিজেপি সহ বিভিন্ন রাজনৈতিক দল৷ তাদের দাবি, অবিলম্বে রোহিঙ্গাদের দেশছাড়া করা হোক৷
নিরাপত্তার খাতিরে ভারতে থাকা রোহিঙ্গাদের মায়ানমারে ফেরত পাঠাতে চায় মোদি সরকার। সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়৷ সই মামলা করেছেন দুই রোহিঙ্গা মুসলিম মোহাম্মদ সালিমুল্লাহ ও মোহাম্মদ সাকির হুসেন।
এমটিনিউজ/এসবি