রবিবার, ০৮ নভেম্বর, ২০১৫, ১২:২৬:১৫

বাংলাদেশ থেকে তেল কিনে বিমান চালাচ্ছে নেপাল

বাংলাদেশ থেকে তেল কিনে বিমান চালাচ্ছে নেপাল

আন্তর্জাতিক ডেস্ক: জ্বালানী সংকটে ফ্লাইট বিপর্যয় এড়াতে ও উড্ডয়ন স্বাভাবিক রাখতে বাংলাদেশ থেকে বিমানের জ্বালানী কিনছে নেপাল। দেশটির এয়ারলাইনগুলোর জন্য বাংলাদেশ থেকে আমদানির ঘোষণা দিয়েছে নেপাল অয়েল কর্পোরেশন। অবরোধে অচল সীমান্তপথ দিয়ে ভারতীয় জ্বালানী তেল না আসায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এজন্য পেট্রোম্যাক্স নেপাল নামের একটি বেসরকারি কোম্পানিকে নিয়োগও দিয়েছে কর্পোরেশন। নেপাল অয়েল কর্পোরশেনের মুখপাত্র মুকুন্দ ঘিমিরে জানান, পেট্রোম্যাক্সের মাধ্যমে আগামী তিন-চারদিনের মধ্যেই বাংলাদেশ থেকে এভিয়েশন টারবাইন ফুয়েল বা এটিএফ আমদানি করা হবে। আকাশপথে এই জ্বালানী পৌঁছাবে নেপালে। প্রতিদিন এভাবে প্রায় ৪ লাখ লিটার এটিএফ সরবরাহ করবে পেট্রোম্যাক্স। এতে করে ফ্লাইট স্বাভাবিক থাকবে বলে আশা করা হচ্ছে। নেপালের নতুন সংবিধানের বিরোধীতা করে ভারত-নেপাল সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্ট বন্ধ থাকায় তীব্র জ্বালানী সংকটের মুখে নেপাল। শত শত ভারতীয় ট্রাক জ্বালানী নিয়ে কয়েকমাস ধরে আটকে আছে। একই সূত্রে ভারতের সঙ্গেও কিছুটা শীতল সম্পর্ক চলছে নেপালের। অথচ ভূপ্রাচীরে ঘেরা নেপালের সিংহভাগ জ্বালানী আসে ভারত থেকে। বাংলাদেশ থেকে এটিএফ কেনার ঘোষণা দেয়ার আগে চীন থেকে থেকেও জ্বালানী নেয়ার কথা জানায় নেপাল।-চ্যানেল আই ৮ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে