শনিবার, ১৪ অক্টোবর, ২০১৭, ০৭:০৬:২২

হিন্দু নারীর সঙ্গে হোটেলে ঢুকতেই মুসলিম যুবককে ধরে বেদড়ক মারধর

হিন্দু নারীর সঙ্গে হোটেলে ঢুকতেই মুসলিম যুবককে ধরে বেদড়ক মারধর

আন্তর্জাতিক ডেস্ক : হিন্দু মহিলাকে সঙ্গে নিয়ে হোটেলে ঢুকছিলেন মুসলিম যুবক। সেই খবর জানতে পেরেই তেড়ে এলো একদল লোক। বেদড়ক মারধরে আহত মুসলিম যুবক ভর্তি হাসপাতালে। প্রত্যক্ষদর্শীদের দাবি, পুলিশ না এলে হয়ত মেরেই ফেলা হতো ওই যুবকেরা।

বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে ভারতের রাজস্থানের যোধপুরে বালোত্রা এলাকার একটি হোটেলে। এদিন এক রাজস্থানি মহিলাকে নিয়ে হোটেলে প্রবেশ করেন পান্দু খান নামে এক যুবক। সকাল ১০ টা নাগাদ তারা ওই হোটেলে ঢোকেন।

মহিলার পরনে ছিল রাজস্থানি পোশাক। এর ঠিক প্রায় আধ ঘণ্টা পর হোটেলে হাজির হন মহিলার পরিবারের লোকজন। জনা পাঁচেক এসে উপস্থিত হন বলে জানান হোটেলের মালিক সুলতান পারিহার।

এরপরই শুরু হয় তাণ্ডব। হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, শিবসেনার লোকজন এসে জড় হয় বাইরে। তারা সবাই ‘জয় শ্রীরাম’ বলে চীৎকার করে বলে অভিযোগ হোটেল মালিকের।

তিনি বলেন, ‘যারা তাণ্ডব চালাচ্ছিল তারা বলছিল এটা আসলে লাভ-জিহাদ। আক্রান্ত যুবক পান্দু খানকে বারমের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার উন্নতি না হলে যোধপুর মেডিকেলে পাঠানো হয়।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে