শনিবার, ১৪ অক্টোবর, ২০১৭, ০৮:০৩:২৩

জয় শ্রীরাম বলে সন্ত্রাসীদের খতম করতে প্রস্তুত সেনারা : ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী

জয় শ্রীরাম বলে সন্ত্রাসীদের খতম করতে প্রস্তুত সেনারা : ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : এবার পাকিস্তানের বিরুদ্ধে কড়া মনোভাব ব্যক্ত করলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। শনিবার গুজরাটের সুরাটে দাঁড়িয়ে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে এই কড়া মনোভাব ব্যক্ত করেন।

গুজরাটের গৌরব যাত্রায় অংশ নিয়ে তিনি বলেন, ‘‌কাশ্মীর সমস্যার সমাধান করবই। পৃথিবীর কোনও শক্তি কাশ্মীর সমস্যার সমাধান আটকাতে পারবে না। আর পাকিস্তান সেখানে যে সন্ত্রাসমূলক কার্যকলাপ করছে তার জন্য তাঁদের মেরে তাড়ানো হবে উপত্যকা থেকে। ইতিমধ্যেই এনডিএ সরকার সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে সন্ত্রাসবাদ নির্মুল করার জন্য। কাশ্মীর সীমান্তের অপর প্রান্ত থেকে যারা গুলি চালাচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সেনাবাহিনী।’‌

রাজনাথ সিং বলেন, ‘‌কারও চিন্তিত হওয়ার প্রয়োজন নেই। পৃথিবীর কোনও শক্তি কাশ্মীর সমস্যার সমাধানে বাধা হয়ে দাঁড়াতে পারবে না। পাকিস্তান আমাদের প্রতিবেশী দেশ। যে দেশের নাম পাক–ইস্তান। কিন্তু তারা প্রত্যেকদিন ‘‌নাপাক’‌ করে চলেছে। যার অর্থ নাশকতামূলক কার্যকলাপ। প্রতিবেশী দেশ বলে আমাদের প্রধানমন্ত্রী অনেক ছাড় দিয়েছেন তাদের। এমনকী সব প্রটোকল ভেঙে পাকিস্তানে গিয়ে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। তারপরও তাঁদের এই ধরনের কার্যকলাপ থেকে বিরত করা যায়নি। এটা বেশিদিন চলতে পারে না।’‌

সম্প্রতি পাকিস্তানের সঙ্গে সম্পর্ক মেরামতি করার উদ্যোগ দেখিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাতে বেশ চটেছে নয়াদিল্লি। কিন্তু মুখে কিছু প্রকাশ করেনি। ২০১৪ সালে ক্ষমতায় এসেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছিলেন বিএসএফের ডিজিকে যে, পাকিস্তানের গুলিবর্ষণের পাল্টা জবাব গুলি চালিয়েই দিতে হবে। সাদা পতাকা দেখিয়ে নয়। অর্থাৎ শান্তির বার্তা দিয়ে নয়। এবার পাকিস্তানকে কড়া বার্তা দিয়ে বুঝিয়ে দিলেন এই প্রতিবেশী দেশ সম্পর্কে অবস্থান বদলায়নি সরকার।

এদিন তিনি জানান, ‘‌এখনই সংখ্যাটা বলছি না। তবে রোজ উপত্যকায় খতম করা হচ্ছে সন্ত্রাসবাদীদের। আমাদের সেনারা প্রস্তুত হয়ে রয়েছে জয় শ্রীরাম বলে সন্ত্রাসবাদীদের খতম করার জন্য।’‌ রাজনাথের এই চরম হুঁশিয়ারিতে পাকিস্তানের সম্বিত ফেরে কিনা এখন সেটাই দেখার। ‌‌

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে