আন্তর্জাতিক ডেস্ক : বৃহস্পতিবার পরস্পরের কান কেটেছিলেন দুই সতীন। সেই কান জোড়া লাগিয়েছিলেন চিকিত্সকরা। এবার শাশুড়ির কান কাটলেন বৌমা। এবারেও ঘটনাস্থল সেই পশ্চিমবঙ্গের মালদহ।
শাশুড়ি বৌমার ঝগড়া কোনও নতুন ঘটনা নয়। তবে ইংরেজবাজার থানার কমলাবাড়ি যদুপুর এলাকা এক বিরল ঘটনার সাক্ষী থাকল। রাগের চোটে শাশুড়ির কান কেটে নিল বৌমা।
গুরুতর অবস্থায় শাশুড়িকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আক্রান্ত শাশুড়ির অভিযোগ, ছেলের বিয়ের পর থেকেই নানা ছোটখাটো বিষয়ে অশান্তি করেন বৌমা। বেশ কিছুদিন ধরে বৌমা তাঁকে বাড়ি ছাড়া করার পরিকল্পনাও করেন বলে অভিযোগ শাশুড়ির। এর আগেও বেশ কয়েকবার তাঁকে মারধর করেন বৌমা।
শুক্রবার এই অশান্তিই চরমে পৌঁছায়। বৌমা জোর করে তাকে বাড়ি থেকে বের করার চাপ দেন বলে জানান শাশুড়ি। এর প্রতিবাদ করলেই শুরু হয় আরও নির্যাতন। এর পরে হঠাত্ই শাশুড়ির উপরে চড়াও হন বৌমা আর তার কান কেটে নেন।
মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে সেখানেই শাশুড়ির কানে অস্ত্রপচার করেন চিকিত্সকেরা। একাধিক সেলাই করে কাটা কান জোড়া দেওয়া হয়। ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।
এমটিনিউজ/এসএস