আন্তর্জাতিক ডেস্ক : কার্তি চিদাম্বরমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পরে কংগ্রেস নেতা পি চিদাম্বরম যে কথাটি বলেছিলেন জয় শাহ কাণ্ডে বিপাকে পড়ার পরে সেই রকমই বলছেন বিজেপি সভাপতি অমিত শাহ।
অমিতের ছেলে জয় শাহ’র সংস্থা টেম্পল এন্টারপ্রাইস প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে তিন বছরে ১৬ হাজার গুণ মুনাফার অভিযোগ করেছে একটি ওয়েবসাইট। সেখানে আরও বলা হয়েছে, বিজেপি সরকার ক্ষমতায় আসার পরেই এই বিপুল লাভ সংস্থার।
রাষ্ট্রায়ত্ত একটি বিদ্যুৎ সংস্থা ঝুঁকিপূর্ণ ঋণ দিয়েছে। ওয়েবসাইটের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা করেছেন অমিত শাহের ছেলে জয় শাহ। এতো দিন চুপ থাকলেও বিষয়টি নিয়ে মুখ খুলেছেন বিজেপি সভাপতি।
অভিযোগ ওঠার চারদিনের মাথায় মুখ খুলে অমিত শাহ বলেন, জয়ের সঙ্গে বিজেপি ও সরকারের কোনও লেনাদেনা নেই। অভিযোগের সপক্ষে যদি কোনও প্রমাণ থাকে তবে আদালতে পেশ করুক তারা।
বিজেপি সভাপতি বলেছেন, জিনিসপত্র কেনাবেচার ব্যবসা করে ওই সংস্থা। এক কোটি টাকা লগ্নি করে সেই পরিমাণ মুনাফা করা যায় না। তাই ১৬ হাজার কোটি টাকার মুনাফার কথা বলাটা অবান্তর। জয় প্রশ্নে সাবধানী অবস্থান নিয়েছে বিজেপি’র অভিভাবক সংগঠন আরএসএস।
সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক দত্তাত্রেয় হোসাবলে বলেছেন, দুর্নীতির অভিযোগ উঠলে তদন্ত করা উচিত। তবে তদন্ত শুরুর আগে যথাযথ প্রমাণ পেশ করতে হবে।
এমটিনিউজ/এসএস