রবিবার, ১৫ অক্টোবর, ২০১৭, ১২:১৮:২৯

জোরাল বিস্ফোরণে কেঁপে উঠল শহর, বাড়ছে মৃতের সংখ্যা

জোরাল বিস্ফোরণে কেঁপে উঠল শহর, বাড়ছে মৃতের সংখ্যা

আন্তর্জাতিক ডেস্ক : জোরাল বিস্ফোরণে কেঁপে উঠল মণিপুর।  জঙ্গিরা বিস্ফোরণ ঘটায় একটি মেলার মধ্যে। তবে বিশাল হতাহতের হাত থেকে রক্ষা পেয়েছে উত্তর-পূর্ব ভারতের এই রাজ্য।

মণিপুরে জঙ্গিদের ঘটানো বিস্ফোরণে আহত হলেন মহিলা ও এক নাবালক সহ ১১ জন। পুলিশ জানিয়েছে,  পশ্চিম ইম্ফলের টেরা লৌকরাম লেইরাক এলাকায় মেলা চলছিল। সেখানেই শুক্রবার রাতে জঙ্গিরা গ্রেনেড ছোঁড়ে । জখমদের রিমস হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

চলতি বছরের প্রথম দিকেই জঙ্গিদের এমনই এক হামলা চালিয়েছিল। সেই বিস্ফোরণে মারা গিয়েছিলেন এক জন। এবারের মৃত্যুর হাত থেকে বেঁচে গিয়েছে মানুষ। তবে জখমদের প্রত্যেকের অবস্থাই গুরুতর।-কলকাতা২৪
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে