আন্তর্জাতিক ডেস্ক : আইভরি কোস্টের আবিদজান শহরের বিমানবন্দরের নিকটবর্তী সাগরে কার্গো বিমানটি ভেঙে পড়ে। ছবি: রয়টার্স
(প্রিয়.কম) আইভরি কোস্টের আবিদজান শহরের বিমানবন্দরের নিকটবর্তী সাগরে একটি কার্গো বিমান ভেঙে পড়েছে। এতে অন্তত চারজন নিহত হয়েছেন।
স্থানীয় সময় ১৪ অক্টোবর শনিবার এ ঘটনা ঘটে।
সংবাদ মাধ্যম বিবিসি’র এক প্রতিবেদনে বলা হয়, বিমানটি আবিদজান বিমানবন্দর থেকে আকাশের ওড়ার পর তুমুল ঝড়-বৃষ্টির মধ্যে পড়ে। এরপর বিমানটি অবতরণের চেষ্টা করে। পরে সেটি সাগরে পতিত হয়। এ সময় বিমানটিতে ১০ জন যাত্রী ছিলেন।
নিহত চারজন মালদোভার নাগরিক। বাকি ছয়জনের মধ্যে চারজন ফ্রান্স ও দুজন মালদোভার বাসিন্দা। তারা সবাই কমবেশি আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে ফরাসি সেনাবাহিনীর বরাত দিয়ে দি ইনডিপেনডেন্টে বলা হয়েছে, বিমানটিতে সামরিক জিনিসপত্র ছিল।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস