আন্তর্জাতিক ডেস্ক : আগেই হাতছাড়া হয়েছে ইরাকের মোসুল৷ সেখানে নিশ্চিহ্ন ইসলামিক স্টেট৷ এবার তাদের দাবি করা ‘রাজধানী’ রাক্কা দখল শুধু সময়ের অপেক্ষা৷ সিরিয়ার এই শহরটি ঘিরে প্রবল সংঘর্ষের পর শতাধিক জঙ্গি আত্মসমর্পণ করেছে৷
সংবাদ সংস্থা রয়টার্স জানাচ্ছে এই খবর৷ রাক্কার উপকণ্ঠে পৌঁছে গিয়েছে আইএস বিরোধী অভিযানের জোট সেনা৷ এই বাহিনীতে আছে, সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস, তাদের সহযোগী কুর্দিস্তানের সশস্ত্র বাহিনী ওয়াইপিজি ৷ এই দুই শক্তির সাহায্যে মার্কিন সেনা ক্রমশ রাক্কা অভিমুখে এগিয়ে যাচ্ছে৷
কুর্দ সেনা ওয়াইপিজির মুখপাত্র নুরি মাহমুদ জানিয়েছেন, রাক্কায় লড়াই চলছে। আইএস পুরোপুরি নিঃশেষ হওয়ার মুখে৷ রবিবারের মধ্যে রাক্কা শহর পুরোপুরি আইএস-মুক্ত হয়ে যাবে।
২০১১ সাল থেকে সিরিয়ার রাক্কা শহরে ঘাঁটি গেড়ে সেখানে রাজধানী প্রতিষ্ঠা করে আইএস৷ পাশাপাশি ইরাকের তাদের শক্তি ছড়িয়ে দেয়৷ সেখানকার মোসুল শহর থেকে আইএসের খলিফা আবু বকর আল বাগদাদি ধর্মীয় সরকারের নামে নারকীয় জঙ্গি শাসন প্রতিষ্ঠা করে৷ মোসুল হাতছাড়া হয়েছে আইএসের৷ বাগদাদি খতম৷ এরপর রাক্কা দখলের পথে জোট সেনা৷
বিবিসি জানাচ্ছে, ২০১১ সালে আরব বসন্ত নামে যে গণবিক্ষোভ তৈরি হয়েছিল মধ্য প্রাচ্য ও মিশরে৷ সেই সময় উত্তাল হয়ে পড়া সিরিয়ার রাক্কাকে রাজধানী ঘোষণা করে ইসলামিক স্টেট৷ তারা। তাদের যাবতীয় সামরিক ও বাণিজ্যিক কার্যক্রম এই শহর থেকেই নিয়ন্ত্রিত হতো৷
২০১৬ সাল থেকে রাক্কা পুনরুদ্ধারে লড়াই শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্র ও তাদের বন্ধু শক্তি মিত্র এসডিএফ। এই জোট আবার সিরিয়ার সরকার বাসার আল আসাদের বিরোধী বলেই পরিচিত৷-কলকাতা২৪
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস