রবিবার, ১৫ অক্টোবর, ২০১৭, ১০:০১:০৫

হোয়াটস অ্যাপ আপডেট করলেই পাবেন নতুন চমক

হোয়াটস অ্যাপ আপডেট করলেই পাবেন নতুন চমক

আন্তর্জাতিক ডেস্ক : ব্যবহারকারীরা যাতে একই ফিচার্স ব্যবহার করতে করতে একঘেয়েমিতে না ভোগেন, তাই তাদের জন্য রোজ নতুন নতুন ফিচার্স নিয়ে আসছে হোয়াটস অ্যাপ।

এবার অ্যান্ড্রয়েড বেটা ভার্সনে হোয়াটস অ্যাপটি আপডেট করলেই পেয়ে যাবেন বেশ কয়েকটি নতুন আপডেট। টেকনোলজি ওয়েবসাইট টেকনিপলিসের খবর অনুযায়ী জানা গিয়েছে, নতুন হোয়াটস অ্যাপটি ডাউনলোড এবং ইনস্টল হতে একেবারেই বেশি জায়গা কিংবা সময়, কোনওটাই নিচ্ছে না।

সদ্যই হোয়াটস অ্যাপ নিয়ে এসেছে নতুন একটি অভিনব ফিচার। এই ফিচারে আপনি যখনই হোয়াটস অ্যাপ নম্বরটি বদলাবেন, তখনই আপনার ফোনে কনট্যাক্টসে যারা রয়েছেন, তাদের প্রত্যেকের কাছে নোটিফিকেশন চলে যাবে।

ফলে নতুন করে আর আপনাকে কাউকে হোয়াটস অ্যাপ নম্বর জানানোর প্রয়োজন হবে না। হোয়াটস অ্যাপ কর্তৃপক্ষই আপনার অ্যান্ড্রয়েড বেটা ভার্সনের সেটা করে দিবে।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে