রবিবার, ১৫ অক্টোবর, ২০১৭, ১০:০৬:৫৫

‘পাকিস্তানকে ধ্বংস করে দিতে পারে ভারতীয় সেনা’

‘পাকিস্তানকে ধ্বংস করে দিতে পারে ভারতীয় সেনা’

আন্তর্জাতিক ডেস্ক : সীমান্তে একের পর এক সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তান। যার ফলে মাঝে মধ্যেই ভারতীয় সেনা সদস্যদের শহিদ হতে হচ্ছে। সম্প্রতি পাকিস্তানের আক্রমণ এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরব হলেন ইসরাত আহাদ। যিনি পেশায় একজন কাশ্মিরের পুলিশ কর্মকর্তা।

একটি জাতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাত্‍কারে তিনি জানিয়েছেন, পাকিস্তান এবং সন্ত্রাসবাদ এই দুটিকেই ধ্বংস করবে ভারতীয় সেনা। একের পর এক সেনা হত্যার যোগ্য জবাব পাকিস্তানকে দেবে ভারতীয় সেনারা।

একইসঙ্গে তিনি এও জানিয়েছেন, বিএসএফ সেনাদের এই মৃত্যুর প্রতিবাদ করা উচিত সাধারণ মানুষদেরকেও। তাদেরও বোঝা উচিত যে, কেউ পেটের দায়ে ভারতীয় সেনায় যোগদান করেন না। দেশকে শত্রুপক্ষের হাত থেকে রক্ষা করতেই প্রাণ হাতে করে ভারতীয় সেনারা সীমান্তে পাহরা দেয়। সমাজ এবং সমাজের মানুষকে রক্ষা করার জন্যই তারা প্রাণ দিতেও প্রস্তুত।

সম্প্রতি বন্দীপোরাতে সেনা সেনার মৃত্যুর পরই ইসরাত এই বার্তা দেন সকলের উদ্দেশে। মোহাম্মদ রামজন প্যারির মৃত্যুর পরই সাক্ষাত্‍কারে পাকিস্তানের প্রতি ক্ষোভ উগড়ে দিলেন কাশ্মিরের এই পুলিশ কর্মকর্তা।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে