রবিবার, ১৫ অক্টোবর, ২০১৭, ১১:২৭:২৮

সোমালিয়ার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বোমা হামলা, নিহত ২৩০

সোমালিয়ার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বোমা হামলা, নিহত ২৩০

আন্তর্জাতিক ডেস্ক : সোমালিয়ার রাজধানী মোগাডিসুর একটি ব্যস্ত এলাকায় এক ভয়াবহ জোড়া বোমা হামলায় কমপক্ষে ২৩০ জন লোক নিহত হয়েছে। একটি হোটেলের প্রবেশপথের সামনে দাঁড়িয়ে থাকা একটি বিস্ফোরকভর্তি ট্রাক দিয়ে ঘটানো এই বিস্ফোরণে আরো বহু লোক আহত হয়।

এর পর শহরের মদিনা এলাকায় আরো একটি বোমা হামলা হয় - যাতে পুলিশের ভাষ্য অনুযায়ী আরো দুজন লোক নিহত হয়। সোমালিয়ার ১০ বছরের গৃহযুদ্ধর ইতিহাসে এটাই সবচেয়ে ভয়াবহ বোমা হামলা।

এ বোমা হামলা কারা চালিয়েছে তা স্পষ্ট নয়। তবে সোমালিয়ায় আল-কায়েদা সংশ্লিষ্ট আল-শাবাব গোষ্ঠী সরকারের বিরুদ্ধে যুদ্ধরত, এবং মোগাডিসু তাদের নিয়মিত টার্গেট।

বিবিসির সংবাদদাতা বলছেন, সাফারি নামের হোটেল ভবনটি ভেঙে পড়েছে এবং আশংকা করা হচ্ছে বহুলোক ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে আছে। শহরের একজন বাসিন্দা বলেছেন, বিস্ফোরণে পুরো এলাকাটি ধ্বংস হয়ে গেছে।

পুলিশ জানিয়েছে, রাজধানীর একটি হোটেলের বাইরে গাড়ি বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। এতে পাশ্ববর্তী কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণের কারণে পাশে রাখা বেশ কিছু গাড়িতে আগুন ধরে যায়। এর দুই ঘন্টা পর মোগাদিসুর মেদিনা জেলায় আরেকটি বোমা বিস্ফোরণ ঘটানো হয়।

পুলিশ কর্মকর্তা মোহাম্মদ হোসেইন বলেছেন, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। প্রাথমিকভাবে ২২ জন নিহত হওয়ার খবর দিয়েছিল পুলিশ। পরে এ সংখ্যা বেড়ে দুইশ ছাড়িয়ে যায়। রোববার পুলিশ ও জরুরি উদ্ধারকর্মীরা ক্ষতিগ্রস্ত ভবনগুলোর ধ্বংসাবশেষে উদ্ধার তৎপরতা চালায়। এর আগে শনিবার রাতে কয়েক ডজন মৃতদেহ উদ্ধার করা হয়।

মৃতদেহগুলো এতই বিকৃত ছিল যে বেশির ভাগেরই পরিচয় শনাক্ত করা যাচ্ছিল না। পরিবারের নিখোঁজ সদস্যদের ফিরে পাবার আশায় শত শত মানুষ বিস্ফোরণস্থলে জড়ো হয়। তবে নিরাপত্তার স্বার্থে পুলিশ ওই এলাকা ঘিরে রেখেছে। এ রিপোর্ট  লেখা পর্যন্ত কোন জঙ্গিগোষ্ঠী হামলার দায় স্বীকার করে নি।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে