সোমবার, ১৬ অক্টোবর, ২০১৭, ০১:৫৫:০১

ব্রিটিশ রাজ প্রাসাদে রাঁধুনীদের ধর্মঘট

ব্রিটিশ রাজ প্রাসাদে রাঁধুনীদের ধর্মঘট

আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটিশ রাজপ্রাসাদে রাণী দ্বিতীয় এলিজাবেথের রাঁধুনী ও রান্নাঘরের কর্মচারীরা কাজের চাপ, ছুটির অভাব এবং বেতন স্বল্পতার কারণে ধর্মঘটের ডাক দিয়েছেন। রাজপ্রাসাদে কাজ করেন এমন ১৪ জন রাঁধুনী ও রান্নাঘরের কর্মচারী রোববার এই ধর্মঘটের ডাক দেন।

ধর্মঘটের ডাক দেয়া কর্মচারীরা বলেন: এই বেতনে এর আগেও অনেক রাজ পরিবারে কাজ করার অভিজ্ঞতা তাদের রয়েছে।কিন্তু এখানে তাদের প্রত্যাশার চেয়ে বেশি সময় দিতে হয়।

‘তাদের প্রায় উইন্ডসর ক্যাসেল (রাণী যেখানে বেশি থাকেন) এবং বাকিংহাম প্যালেসে (যেখানে রাজকীয় অনুষ্ঠান হয়ে থাকে) যাতায়াত করতে হয়। আবার প্রিন্স চার্লস তাদেরকে মাঝে মাঝে রান্নার কাজে ডেকে পাঠান। এমনকি তারা উইলিয়াম, কেট এবং হ্যারির জন্য কিংস্টন প্যালেসেও গিয়েও রান্না করে থাকেন। কিন্তু সেই হিসেবে তাদের তেমন বেতন দেয়া হয় না।’

রাজ পরিবারে কাজ করেন এমন একজন ‘দ্য সান’কে দেয়া সাক্ষাতকারে বলেন: রাজ পরিবারে কাজ করা অশান্তির বিষয় এবং দিনদিন এটা খুব খারাপ হচ্ছে। এখানে সবসময় কাজ করতে হয় কিন্তু সেজন্য আলাদাভাবে কোন পারিশ্রমিক দেয়া হয় না। এখানে কাজ করার ফলে পরিবারের সঙ্গে দেখা করার জন্য সময় পাই না। যেটা খুব বেশি কষ্টকর।

তবে ৭ জন অভিজ্ঞ রাঁধুনি অব্যাহতি দেয়ায় তাদের স্থানে এমন অভিজ্ঞ রাঁধুনী পেতে বেশ বেগ পেতে হতে পারে।রাণীর সবচেয়ে কাছের কর্মকর্তার বিরুদ্ধে বাকিংহাম প্যালেস এবং প্রিন্স অফ ওয়েলসের উপর কর্তৃত্ব খাটানোর অভিযোগ উঠার সপ্তাহ খানেক পর এই ঘটনা ঘটলো।

এর আগে রাণীর ১৫ বছরের ব্যক্তিগত কর্মকর্তা স্যার ক্রিস্টোফার হঠাৎ করে জুলাই মাসে চাকরি ছাড়ার ঘোষণা দেন। -চ্যানেল আই
এমটিনিউজ/এসএস   

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে