আন্তর্জাতিক ডেস্ক: এক মুসলিম পরিবার থেকে ৫১টি গরুকে ছিনিয়ে নিয়ে গেল পুলিশ। এক স্থানীয় বিজেপি নেতা শ্রীকৃষাণ গুপ্তা এই বিষয়ে পুলিশকে জানানোয়, পুলিশ এমন পদক্ষেপ নিয়েছে বলে অভিযোগ। রাজস্থানের আলোয়ারের ঘটনা।
ওই বিজেপি নেতা কিষাণগড় পঞ্চায়েত সমিতির উপপ্রধান। গোরুগুলিকে নিয়ে গিয়ে বামবোরার গৌশালায় নিয়ে যাওয়া হয়েছে। ওই পরিবারের কর্তা সুব্বা খান গরুগুলির মুক্তির জন্য আবেদন জানিয়েছেন।
জানা গিয়েছে, রবিবার একটি গরুর মৃত্যু হয়েছে। আরও একটি গোরুর অবস্থা আশঙ্কাজনক। সেইজন্যই গরুগুলিকে গৌশালায় আনা হয়েছে বলে দাবি বিজেপি নেতার। পুলিশের অনুমতি পেলে গরুগুলিকে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন শ্রীকৃষাণ গুপ্তা। তবে, ৩ অক্টোবর থেকে সুব্বা খানকে প্রত্যেকদিন প্রত্যেকটি গরু পিছু ২০০ টাকা করে খরচ করতে হবে বলেও জানিয়েছেন তিনি।
অন্যদিকে, যারা জোর করে গরু নিয়ে গিয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে চায় পঞ্চায়েত। ওই বিজেপি নেতা বিজেপি গুপ্তা সুব্বা খানকে গরু পাচারকারী তকমা দিয়েছেন বলেও জানা গিয়েছে। যদিও দুধ বিক্রি করেই দিন চালাতেন সুব্বা খান।-কলকাতা২৪
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস