সোমবার, ১৬ অক্টোবর, ২০১৭, ০৪:২২:৫৬

পাকিস্তানে বৈধতা পাচ্ছেন প্রায় ২১ লক্ষ বাঙালি

পাকিস্তানে বৈধতা পাচ্ছেন প্রায় ২১ লক্ষ বাঙালি

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের করাচিতে বসবাসকারী কমপক্ষে ২০,৮০,০০০ বাঙালিকে এবার বৈধতা দেওয়ার প্রস্তাবে সম্মত হল পাকিস্তান সরকার। তবে তারা সকলেই ধর্মে মুসলিম। পাকিস্তানের ন্যাশনাল রিভেরিফিকেশন প্রোগ্রাম বা এনভিআরপি–র সংসদীয় কমিটি সম্প্রতি এই প্রস্তাব দেয় পাক সরকারকে।

তাতেই সম্মত হয়েছে ইসলামাবাদ। এই বাঙালিরা মূলত তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে পাকিস্তানে গিয়েছিলেন। ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তারা পাকিস্তানের করাচি এবং লাগোয়া এলাকায় রয়ে যান। শুধু করাচিতেই এই মুহূর্তে কমপক্ষে ১০ লক্ষ বাঙালি মুসলিম রয়েছেন।

করাচির ১০৫টি অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে বসবাস করেন তারা। এনভিআরপি–র সংসদীয় কমিটি জেলা প্রশাসনকে ওই সব বাঙালিদের চিহ্নিত করে তাদের আটক করা প্রায় ১ লক্ষ পরিচয়পত্রের বদলে বৈধ পরিচয়পত্র দেওয়ার প্রক্রিয়া দ্রুত শুরু করতে নির্দেশ দিয়েছে।

করাচির ওই সব বাংলাদেশিরা নিজেদের পাকিস্তানি নাগরিকের পরিচয়পত্র পাওয়ার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছিলেন। অবশেষে তাদের দাবি পূরণ হতে চলায় খুশির হাওয়া পাকিস্তানের বাঙালিদের মধ্যে।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে