আন্তর্জাতিক ডেস্ক : এতোদিন ধরে রাম মন্দির তৈরি নিয়ে অনেক বিতর্ক হলেও বর্তমানে উত্তর প্রদেশের যোগী সরকার এবং ভারতের কেন্দ্রীয় সরকার অযোধ্যায় রাম মন্দির তৈরির কাজ দ্রুত এগোনোর জন্য এখন মরিয়া।
ভারতের রাজ্যসভার বিজেপি সাংসদ সুব্রহ্মনম স্বামী জানান, আর অল্প কয়েকদিনের মধ্যেই শুরু হয়ে যাবে রাম মন্দির নির্মানের কাজ। আগামী বছরের দিওয়ালির মধ্যেই অযোধ্যায় শেষ হয়ে যাবে মন্দির তৈরির কাজ।
বিরাট হিন্দুস্থান সংগ্রামের বিহার শাখা আয়োজিত একটি সভায় সুব্রহ্মনম স্বামী আরও বলেন, রাম মন্দির তৈরির কাজে অনেক বাধা এলেও তা দূর করে মন্দির নির্মাণের কাজ শুরু হবে। আগামী বছর দিওয়ালির মধ্যেই অযোধ্যায় রাম মন্দির তৈরির কাজ সম্পূর্ণ হয়ে যাবে।
স্বামীর মতে, শুধু বিকাশের কথা বলেই জনতার কাছ থেকে ভোট পাওয়া সম্ভব নয়। হিন্দুত্ব বিষয়টার ওপরও তাই জোর দেওয়ার প্রয়োজন রয়েছে। অযোধ্যায় রাম মন্দির তৈরির ব্যাপারে নিশ্চিত স্বামী। এর পাশাপাশি সীতামণীতে জানকি মন্দির তৈরিও হিন্দু জাগরণের জন্য অত্যন্ত প্রয়োজনীয় বলে জানিয়েছেন বিজেপি সাংসদ।
এমটিনিউজ/এসএস