রবিবার, ০৮ নভেম্বর, ২০১৫, ০৪:৪৪:০০

বিহারে এবার বিজেপির ভরাডুবি

বিহারে এবার বিজেপির ভরাডুবি

আন্তর্জাতিক ডেস্ক : ২০১৫ সালে ভারতের বিহারে বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) জোটের ভরাডুবি ঘটেছে। বিহারে ২৪৩ আসনের মধ্যে বিজেপি জয় পেয়েছে মাত্র ৫২ টিতে। অন্যদিকে, নীতিশ কুমারের নেতৃত্বাধীন মহাজোট ১৫৮ আসনে জয় পেয়েছে। মোদিকে টেক্কা দিয়ে ১৫৭টি আসনের এগিয়ে থাকা নিতীশ কুমার-লালু প্রসাদ যাদবের কংগ্রেস মহাজোট আবারো আঞ্চলিক সরকার গঠন করতে যাচ্ছে। রোববার (০৮ নভেম্বর) বিহার রাজ্যের ২৪৩ আসনের এই বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়। পঞ্চম ও শেষ দফায় ভোট গ্রহণ করা হয় গত বৃহস্পতিবার। এরপর বরোবার সকাল থেকে ভোটের ফলাফল রাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে কেন্দ্রে আসতে শুরু করে। ভারতের অন্যতম প্রধান সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার অনলাইন ভার্সনে জানানো হয়েছে, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট এগিয়ে রয়েছে ৭৫টি আসনে। আর ১১টি আসনে অন্যান্য দলের প্রার্থীরা এগিয়ে রয়েছেন। এদিকে, রোববার সকাল থেকেই বিহারের ভোট গণনায় নাটকীয়তার সৃষ্টি হয়। সকাল ৮টা থেকে শুরু হওয়া এ গণনায় প্রথমদিকে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের এগিয়ে থাকার খবর পাওয়া যাচ্ছিলো। বিজেপির সদর দপ্তরের বাইরে উল্লাস শুরু করে দিয়েছিলেন বিজেপি সমর্থকরা। এমনকি ১০০ কেজি লাড্ডু ও বাজির অর্ডারও দিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু দ্বিতীয় রাউন্ডের গণনা শুরু হতেই বিজেপি অফিসের বাইরে আনন্দ অনেকটাই স্তিমিত হয়ে গেল। একটু আগে যে সমর্থকরা আনন্দ করছিলেন, তাদের মুখেই ধরা পড়ল চিন্তার ছাপ। ঢাক-ঢোল-শাঁখ বাজানোও থেমে গেল কিছুক্ষণের মধ্যেই। নির্বাচন কমিশনের প্রাথমিক ফলাফলে দেখা গেছে, রাজ্যের ২৪৩ আসনের মধ্যে নরেন্দ্র মোদির বিজেপি ৫২ টিতে ও নীতিশ কুমার নেতৃত্বাধীন মহাজোট ১৫৮ আসনে জয় পেয়েছে। নির্বাচনে বিজেপির ভরাডুবির ফলে রাজ্যের সরকার গঠন করতে যাচ্ছে মহাজোট।প্রাথমিক ফলাফল ঘোষণার পর বিহারের হবু মুখ্যমন্ত্রী নিতিশ কুমারকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন নরেন্দ্র মোদি। ৮ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে