আন্তর্জাতিক ডেস্ক : তাজমহল নিয়ে তীব্র কটাক্ষ করে বিজেপি নেতা সংগীত সোম বলেছেন তাজমহল দেশের ইতিহাসে কলঙ্ক। এবার তার এই বক্তব্য তীব্র ক্ষোভ জানালেন ভারতের সমাজবাদী পার্টির নেতা আজম খান। শুধু তাজমহল কেন রাষ্ট্রপতি ভবন থেকে শুরু করে লালকেল্লা সব ভেঙ্গে গুঁড়িয়ে দেয়া হোক।
তাজমহল বিতর্কের শুরুটা উত্তর প্রদেশের যোগী সরকারের এক সিদ্ধান্তে। উত্তরপ্রদেশের বিভিন্ন দর্শনীয় স্থান থেকে তাজমহলকে বাদ দেয় সেখানকার পর্যটন বিভাগ। যেখানে খোদ ইউনেসকো যাকে স্বীকৃতি দেয়, প্রেমের যে অমর সৌধকে দেখতে সারা বছর ভিড় জমান বিদেশি পর্যটকরা তাকে কিভাবে বাদ দেয়া হয় এমনটাই প্রশ্ন ভারতের সাধারণ জনগণের। এরপরেই আবার মুখ খোলেন বিজেপি নেতা সংগীত সোম। তার দাবি, তাজমহল তৈরি বিশ্বাসঘাতকের হাতে।
এই বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানালেন আজম খান। তার কথা রাষ্ট্রপতি ভবনও তৈরি অতীত শাসকদের হাতে। সুতরাং তাও ভেঙে গুঁড়িয়ে দেওয়া হোক। এছাড়া আর যা কিছু আছে সবই ভেঙে ফেলা হোক। কুতুব মিনার, লালকেল্লাকেও দেশের মাটি থেকে মুছে দেওয়ার দাবি তুলেই বিজেপিকে কটাক্ষ করলেন আজম খান।-সংবাদ প্রতিদিন
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস