মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০১৭, ১০:২৯:৫৯

ভয়াল ঘূণিঝড়ের আঘাতে উড়ে গেল স্টেডিয়ামের ছাদও

ভয়াল ঘূণিঝড়ের আঘাতে উড়ে গেল স্টেডিয়ামের ছাদও

আন্তর্জাতিক ডেস্ক : ভয়াবহ ঘূণিঝড়ের আঘাতে তছনছ আয়ারল্যান্ডের দক্ষিণ উপকূল। আয়ারল্যান্ডের দক্ষিণ উপকূলে ট্রপিক্যাল স্টর্ম ওফেলিয়া ব্যাটসম্যান নামক ঘূণিঝড়ের আঘাতে তিনজনের মৃত্যু হয়েছে।

শহরটি অবস্থিত একমাত্র স্টেডিয়ামের গ্যালারীতে পড়েছে এই ঝড়ের ভয়াল থাবা। সেই ভয়াল আঘাতে গ্যালারীর ছাদ উড়ে গেছে। তবে এসময় কোনও খেলা না চলায় কোন প্রাণহানীর ঘটনা ঘটেনি।

এই ঝড়ের প্রভাবে সেখান বসবাসরত ৩ লাখ ৬০ হাজার মানুষ এখন বিদ্যুৎ, ইন্টারনেট ও মোবাইল নেটওর্য়াক সংযোগহীন হয়ে পড়েছে। প্রশাসন সতর্কতা জারি করে উদ্ধার কাজসহ জনজীবন দ্রুত স্বাভাবিক করতে কাজ করছে।

দেশটির আবওয়া দপ্তর বলছে, ঘন্টায় ১১৮-১৩০ কি.মি গতিতে আঘাত হানে এই ঘূণিঝড়। বিমানবন্দরে সতর্কতাজারি করা হয়েছে এবং পরবর্তি নির্দেশ না দেওয়া পর্যন্ত বিমান চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে