মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০১৭, ১১:৪৬:২২

মাঝ আকাশে প্লেনের সঙ্গে ড্রোনের ভয়ঙ্কর সংঘর্ষ! এরপর…

মাঝ আকাশে প্লেনের সঙ্গে ড্রোনের ভয়ঙ্কর সংঘর্ষ! এরপর…

আন্তর্জাতিক ডেস্ক:  মাঝ আকাশে প্লেনের সঙ্গে ড্রোনের সংঘর্ষ। কানাডার কুইবেকে নামার সময়ে এই সংঘর্ষ হয়। এই প্রথম কানাডাতে এভাবে মাঝ আকাশে বিমানের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটল। যদিও এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

জঁ লাসাজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট-এ কিউবেক স্কাইজেট এভিয়েশন-এর একটি প্লেনের সঙ্গে এই দুর্ঘটনা ঘটে, বলা হয়েছে রয়টার্স-এর প্রতিবেদনে। সংস্থার দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্লেনটি ছোট হওয়াতে বড়সড় সংঘর্ষের ঘটনা এড়ানো গিয়েছে।

কানাডা প্রশাসনের তরফে জানানো হয়েছে, কানাডীয় এয়ারপোর্ট, হেলিপ্যাড আর সিপ্লেন বেইসগুলোর সাড়ে পাঁচ কিলোমিটার এলাকার মধ্যে ড্রোন উড়ানোর অনুমতি নেই। প্লেনটিকে ঝুঁকিতে ফেলে দেওয়া ড্রোন পরিচালনাকারীরা দেশটির আইন অনুসারে জরিমানা ও কারাদণ্ডের মুখোমুখি হবেন।

ট্রান্সপোর্ট কানাডা’র তথ্যমতে, চলতি বছর এখন পর্যন্ত ড্রোন সংক্রান্ত ১,৫৯৬টি ঘটনার অভিযোগ পাওয়া গেছে। এগুলোর মধ্যে ১৩১টি ঘটনায় এভিয়েশন খাতের নিরাপত্তা উদ্বেগ সৃষ্টি হয়েছে।  --কলকাতা২৪

এমটিনিউজ২৪/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে