বুধবার, ১৮ অক্টোবর, ২০১৭, ১১:২৩:৫৪

ভারত মহাসাগরের উপর বিশাল নৌমহড়ায় নেমে পড়ল সেনা-নৌবাহিনী

ভারত মহাসাগরের উপর বিশাল নৌমহড়ায় নেমে পড়ল সেনা-নৌবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক :  বিশাল নৌমহড়ায় নামতে চলেছে ইরান নৌবাহিনী। হরমুজ প্রণালী, ওমান সাগর ও ভারত মহাসাগরের উত্তাংশের প্রায় ৩০ লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ‘বেলায়েত-৯৪’ নামের এই মহড়া হবে অনুষ্ঠিত। এটিই হবে চলতি বছরে ইরানি নৌবাহিনীর শেষ মহড়া। গত জানুয়ারি থেকে মহড়ার প্রস্তুতি চলছে।  মহড়ায় অংশ নেওয়া সেনাদেরকে ইতিমধ্যে তাদের অবস্থানে মোতায়েন করা হয়েছে।

ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল জানিয়েছেন, সমুদ্রিক নিরাপত্তা রক্ষায় ইরানের নৌবাহিনীর সক্ষমতা তুলে ধরা এই মহড়ার অন্যতম লক্ষ্য।  

তিনি আরও জানিয়েছেন, ভারত মহাসাগরের উত্তরাংশের নিরাপত্তা কীভাবে রক্ষা করতে হবে সে বিষয়টি মাথায় রেখে মহড়া চালানা হবে। বিভিন্ন ধরনের সাবমেরিন, ডেস্ট্রয়ার, মিসাইল লঞ্চার, অক্সিলিয়ারি ক্রুজার এবং মেরিন ব্রিগেডের সদস্যরা এই মহড়াং অংশ নিয়েছেন বলে জানিয়েছেন তিনি।-কলকাতা২৪
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে