আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি ক্লিনটন প্রতিদ্বন্দ্বিতা করলে ফের তাঁকে পরাজিত করতে চান ডোনাল্ড ট্রাম্প। তিনি হিলারি ক্লিনটনকে ২০২০ সালের নির্বাচনে লড়াইয়ের আহ্বান জানিয়েছেন।
তবে হিলারি ক্লিনটন প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে জানিয়েছেন।
এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমি আশা করব হিলারি আবার নির্বাচনে আসবেন। আমি বলব- হিলারি এগিয়ে যাও। কারণ সে ফের নির্বাচনে প্রার্থী হলে আবারো তাকে আমি পরাজিত করব।
অপরদিকে হিলারি বিবিসিকে বলেছেন, তিনি ট্রাম্পের বিরুদ্ধে বক্তব্য দিয়ে যাবেন। তবে আগামী নির্বাচনী প্রতিযোগিতায় না নামলেও ডেমোক্র্যাট প্রার্থীর হয়ে তহবিল সংগ্রহ ও নির্বাচনী প্রচারণা চালাবেন।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস