বুধবার, ১৮ অক্টোবর, ২০১৭, ০৩:০১:১৩

‘আমেরিকাকে একঘরে করার প্রক্রিয়া শুরু’

 ‘আমেরিকাকে একঘরে করার প্রক্রিয়া শুরু’

আন্তর্জাতিক ডেস্ক : ইরান সরকারের মুখপাত্র মোহাম্মাদ বাকের নওবাখ্‌ত বলেছেন, আমেরিকাকে আরও বেশি একঘরে করার প্রক্রিয়া শুরু হয়েছে। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেছেন।

মোহাম্মাদ নওবাখ্‌ত আরও বলেছেন, ইরানের জাতীয় স্বার্থ সংরক্ষণ ও আমেরিকাকে আরও বেশি একঘরে করার লক্ষ্যে কূটনৈতিক প্রক্রিয়া শুরু করা হয়েছে। তিনি বলেন, ইরানের যৌক্তিক নীতির কারণে ট্রাম্প একঘরে হয়ে পড়েছে।

ট্রাম্পের নীতির সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের নীতির পার্থক্য রয়েছে বলে তিনি মন্তব্য করেন।

ট্রাম্পের ইরান বিদ্বেষী বক্তব্যের প্রতি সৌদি আরবের সমর্থন প্রসঙ্গে তিনি বলেন, সৌদি নেতারা নিজেরা সিদ্ধান্ত নেন না। সৌদি আরবকে নীতি পরিবর্তনের আহ্বান জানিয়েছেন নওবাখ্‌ত। কুর্দিস্তানের সঙ্গে ইরানের আকাশ ও স্থল সীমান্ত বন্ধের বিষয়ে তিনি বলেন, ইরাকের বৈধ সরকারের আহ্বানে স্বল্প সময়ের জন্য তা বন্ধ রাখা হয়েছে।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে