বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০১৭, ১২:৫২:০৪

কারাগারে রাম রহিমকে মিষ্টি খাওয়ালেন তার স্ত্রী

কারাগারে রাম রহিমকে মিষ্টি খাওয়ালেন তার স্ত্রী

বিনোদন ডেস্ক : উত্তর ভারতের হরিয়ানার কথিত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিংয়ের সঙ্গে কারাগারে দেখা করেছেন তার স্ত্রী হরজিৎ কৌর। দুই সাধ্বিকে সম্ভ্রমহানীর দায়ে সাজা পাওয়ার ৫০ দিন পর প্রথম সাক্ষাৎ করলেন স্ত্রী।

গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, সোমবার বিকালে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে নিয়ে রাম রহিমের স্ত্রী সানোরিয়া কারাগারে তার সঙ্গে দেখা করেন। এ সময় স্বামী রাম রহিমের জন্য কারাগারে মিষ্টিও নিয়ে যান তিনি।

সানোরিয়া কারাগার সূত্রে জানা গেছে, রাম রহিমের সঙ্গে স্ত্রী হরজিৎ কৌরসহ পরিবারের সদস্যরা আধা ঘণ্টা সময় কাটিয়েছেন। এ সময় তারা রাম রহিমকে দীপাবলির মিষ্টি ও শীতের পোশাক দিয়ে গেছেন।

প্রতিবেদনে বলা হয়, হরজিৎ কৌরের সঙ্গে ছিলেন তাদের ছেলে জসমিত ইনসান, পুত্রবধূ হুসানপ্রীত ইনসান, মেয়ে চরণপ্রীত ও মেয়ে অমরপ্রীতের স্বামী রুহ-ই-মিত। কারাগারে থাকা রাম রহিমের সঙ্গে পরিবারের অন্য সদস্যদের এটা তৃতীয় সাক্ষাৎ হলেও স্ত্রী হরজিতের এটাই প্রথম দেখা।  -হিন্দুস্তান টাইমস
এমটিনিউজ/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে