রবিবার, ০৮ নভেম্বর, ২০১৫, ০৮:৪৭:৪৩

সৌদি আরবে ৫০টি নাম নিষিদ্ধ!

সৌদি আরবে ৫০টি নাম নিষিদ্ধ!

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের নাগরিকদের জন্য ৫০টি নাম নিষিদ্ধ করেছে দেশটির সরকার। জাতীয় সংস্কৃতি ও ধর্মের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় এ নামগুলো নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এখন থেকে দেশটিতে কেউ তাদের নবজাতকদের ওই নাম রাখতে পারবেন না, এমনকি ডাকতেও পারবেন না। রবিবার স্থানীয় গণমাধ্যম গালফ নিউজের বরাত দিয়ে দ্য ইনডিপেনডেন্ট এ খবর দিয়েছে। এ সিদ্ধান্তের ফলে সৌদি আরবের অভিভাবকেরা আর বেশি দিন তাদের সন্তানদের লিনডা, আলেস, অ্যালেইন, বেনিয়ামিন, আমির (প্রিন্স) অথবা আব্দুল নবী (মহানবীর দাস) এমন নামে ডাকতে পারবেন না। মূলত ধর্মীয় ও সাংস্কৃতিক দিক দিয়ে বিরোধপূর্ণ হওয়ার কারণেই এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তাছাড়া যে নামগুলোর ধর্মবিরোধী, অনারব, অ-ইসলামি, সৌদি সংস্কৃতি ও ধর্মের সঙ্গে সাংঘর্ষিক এবং এগুলোর কোন অর্থ নেই অথবা যা আরবি ভাষার নাম নয়, এমন নামও নিষিদ্ধ করা হয়েছে। মূলত ধর্মীয়, সাংস্কৃতিক এবং অর্থহীন তিনটি ক্যাটাগরিতে ৫০টি নাম নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া শুধুমাত্র রাজ পরিবারের সদস্যদের ক্ষেত্রে ব্যবহৃত হয় এমন কিছু শব্দ যেমন সিমে (মহামান্য), মালিক (রাজা), মালিকা (রানি) এগুলো অন্য কারও ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। ইসলামে বেনিয়ামিন হলেন নবী ইয়াকুবের ছেলের নাম। এ ছাড়া বর্তমানে ইসরায়েলের প্রধানমন্ত্রীর নামও বেনিয়ামিন নেতানিয়াহু। তবে আব্দুল করিম, বেঞ্জামিন (বেনিয়ামিন) নামগুলো মুসলিম ও কোরআনের মতে হলেও এক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কিন্তু কি কারণে এসব নাম নিষিদ্ধ করা হল তার স্পষ্ট কোন ব্যাখ্যা দেয়া হয়নি। এরমধ্যে হিন্দুদের দেবতার নাম রাম এবং বাইবেল অনুযায়ী বেঞ্জামিন (আরবিতে বেনিয়ামিন) হলো নবী জ্যাকবের (কোরআনে বর্ণিত ইয়াকুব) ছেলে। সেই সঙ্গে বেঞ্জামিন বা বেনিয়ামিন নামটি বর্তমান ইসরায়েলি প্রধানমন্ত্রীর নাম বেনিয়ামিন (ইংরেজিতে বেঞ্জামিন) নেতানিয়াহু। তবে এসব নিয়মের কোনোটাতেই পড়ে না এমন কিছু নামও নিষিদ্ধ করা হয়েছে। সৌদি সরকারের নিষিদ্ধ করা নামগুলো হলো— মালাক, আবদুল আতি, আবদুন নাসের, আবদুল মুসলেহ, বেনিয়ামিন, নারিস, ইয়ারা, সিতাভ, লোল্যান্ড, তিলাজ, বারাহ, আবদুন নবী, আবদুর রাসূল, সিমে, আল মামলাকা, মালিকা, মামলাকা, তবারক, নারদিন, স্যান্ডি, রামা, মালাইন, ইলাইন, ইনার, মালিকতিনা, মায়া, লিন্ডা, রান্দা, বাসমালা, জিবরিল, আবদুল মুইন, আবরার, ঈমান, বেয়ান, বাসির, ওয়াইরলাম, নবী, নবীয়া, আমির, তালাইন, আরাম, নারিজ, রিতাল, আলিস, লারিন, কিবরিয়াল, লাউরেন। ৮ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে