বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০১৭, ০২:০৭:০৭

পুলিশের আতঙ্কে সপরিবারে আত্মহত্যার আর্জি যুবকের

পুলিশের আতঙ্কে সপরিবারে আত্মহত্যার আর্জি যুবকের

আন্তর্জাতিক ডেস্ক : জেলা প্রশাসকের কাছে সপরিবার আত্মহত্যার করার আবেদন জানালেন পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের এক যুবক৷ পুজায় বাইক নিষেধাজ্ঞা নিয়ে ফেসবুকে মন্তব্য করায় দেবজিৎ রায়ের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ৷

পুলিশি নির্যাতনের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে বৃহস্পতিবার জেলা প্রশাসকের নিকট আত্মহত্যা করার আবেদন জানান দেবজিৎ৷সপ্তাহ কয়েক আগে দুর্গা পুজার দিনগুলিতে পুলিশ প্রশাসন বিকাল ৪টা থেকে পরদিন ভোর ৪টা পর্যন্ত বালুরঘাট শহরে বাইক ও চারচাকা গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছিল৷ যা নিয়ে সাধারণ মানুষের একাংশের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছিল৷

কয়েকজন বিষয়টি নিয়ে ফেসবুকে পুলিশের বিরুদ্ধে সরব হয়েছিলেন৷  সোশ্যাল মিডিয়ায় যে ঘটনার অভিযোগে পুলিশ কয়েকজনের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করে৷ কবিসাহিত্যিক ও চিত্রশিল্পীর পাশাপাশি অভিযুক্তদের তালিকায় রয়েছেন বালুরঘাটের অভিযাত্রী পাড়ায় বাড়ি দেবজিৎ রায়ও৷ ইতিমধ্যেই বিষয়টি নিয়ে আগাম জামিনের আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে অভিযুক্তরা৷

দেবজিৎ রায়ের অভিযোগ পুলিশের তরফে তাকে অফিসে ডেকে নিয়ে রীতিমত আরও বেশি করে মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে৷ পুলিশের এই আচরণে তিনি মানসিক ভাবে খুবই আতংকিত৷ সোশ্যাল মিডিয়ায় সরব হওয়ার অভিযোগে পুলিশ তাদের নামে এফআইআর করে উল্টে সাধারণ মানুষের বাক স্বাধীনতার সাংবিধানিক অধিকারকে লঙ্ঘন করেছে বলেও দেবজিৎ রায়ের অভিযোগ৷

বুধবার দক্ষিণ দিনাজপুরের জেলাশাসকের নিকট ঘটনাবলীর বিস্তারিত জানিয়ে পরিবার সহ আত্মহত্যার অনুমতি চেয়ে আবেদন করেছেন দেবজিৎ রায়৷ আত্মহত্যার অনুমতি চেয়ে জেলাশাসকের নিকট আবেদনের এই ঘটনাটি জানাজানি হতেই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়৷

সোশ্যাল মিডিয়ায় পুলিশের বিরুদ্ধে সরব হওয়ায় জামিন অযোগ্য ধারায় মামলা দায়েরের প্রতিবাদে এবার আন্দোলনে নামতে চলেছে বিজেপি৷ আগামী ৮নভেম্বর দক্ষিণ দিনাজপুর প্রতিবাদ সভার ডাক দেওয়া হয়েছে বলে বিজেপির সভাপতি শুভেন্দু সরকার জানিয়েছেন৷

এমটিনিউজ/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে