আন্তর্জাতিক ডেস্ক : মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু ও কাশ্মীরের বিস্তীর্ণ এলাকা। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৭। বৃহস্পতিবার সকাল ৬টা ৪০ মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয়।
ভূ-পৃষ্ঠ থেকে কত গভীরে ভূমিকম্পের কেন্দ্রবিন্দু ছিল, তা এখনও জানানো হয়নি। কোনও ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি। কোনও হতাহতের খবরও পাওয়া যায়নি। কিছুদিন আগে, ১০ অক্টোবর আন্দামানে ভূমিকম্প অনুভূত হয়।
রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৩। তার আগে ৬ অক্টোবর আন্দামানে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে মাত্রা ছিল ৪.৯। ৩ অক্টোবরও দ্বীপে ভূমিকম্প অনুভূত হয়। সেদিন ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ছিল ৪.৫। --কলকাতা২৪
এমটিনিউজ২৪/এম.জে/এস