‘বিশ্বের ৮০ দেশের বিরুদ্ধে লড়ছে সিরিয়া’
আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার তথ্যমন্ত্রী ওমরান আয-যোবি বলেছেন, বিশ্বের ৮০টি দেশের আগ্রাসী নীতির বিরুদ্ধে লড়ছে তার দেশ। রাজধানী দামেস্কে একটি ইউরোপীয় ও আরব প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে একথা বলেছেন তিনি। রেডিও তেহরানের এক প্রতিবেদনে এখবর দিয়েছে।
যেসব কারণে বিশ্বের এতগুলো দেশ সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করতে চায় তাও তুলে ধরেন যোবি। তিনি বলেন, লেবানন ও ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলোর প্রতি সিরিয়ার সমর্থন, ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষরে দামেস্কের অস্বীকৃতি এবং ২০০৩ সালের যুদ্ধে মার্কিন চাপের কাছে নতি স্বীকার না করার কারণে আধিপত্যবাদী ও সাম্রাজ্যবাদী দেশগুলো আসাদের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে রয়েছে। এ কারণে তারা প্রেসিডেন্ট আসাদকে ক্ষমতাচ্যুত করতে ব্যর্থ হয়ে সিরিয়ার জনগণের মধ্যে মতপার্থক্য সৃষ্টি করে দিয়েছে।
সিরিয়ার তথ্যমন্ত্রী বলেন, তার দেশের জনগণ সাম্রাজ্যবাদী ও ইহুদিবাদী শক্তিগুলোর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। বহু পরিবার তাদের সন্তানদের হারানোর পরও স্বাভাবিক জীবনযাপন করে যাচ্ছে। কারণ, তারা জানে দেশ রক্ষার লড়াইয়ে জীবন দিয়েছে তাদের সন্তানেরা।
৮ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই
�