বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০১৭, ০৬:০১:৩৭

স্কুলের সামনে বন্দুকবাজের এলোপাথাড়ি গুলি

স্কুলের সামনে বন্দুকবাজের এলোপাথাড়ি গুলি

আন্তর্জাতিক ডেস্ক : ফের মার্কিন মুলুকে বন্দুকবাজের হামলা৷এবার স্কুলের অদূরে চলল এলোপাথাড়ি গুলি৷ হামলা এবার মেরিল্যান্ডে৷ বন্দুকবাজের এলোপাথাড়ি গুলিতে এখনও পর্যন্ত তিন জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে৷ ঘটনায় আহত হয়েছে আরও দু’জন৷ আহতদের স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে৷ ইতিমধ্যেই গোটা স্কুলটি ঘিরে ফেলেছে পুলিশ৷

কী কারণে আততায়ী এই হামলা চালিয়েছে তা জানতে পারা যায়নি। উইসকনসিনের অপরাধ দমন বিভাগ এই ঘটনার তদন্তভার নিয়েছে বলে সূত্রে খবর৷রেডি লাবিব প্রিন্স নামে বছর ৩৭–এর ওই যুবক গুলি চালায় বলে জানিয়েছে পুলিশ।

যদিও তাকে ধরতে পারেনি পুলিশ। ইতিমধ্যেই তাঁর সন্ধানে হুলিয়া জারি হয়েছে মেরিল্যান্ডে। তিন জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মেশিন অপারেটর হিসেবে চারমাস আগেই সেখানকার একটি কোম্পানিতে কাজে যোগ দিয়েছিল আততায়ী। এই ঘটনার সঙ্গে কোনও জঙ্গি যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

মেরিল্যান্ডে পুলিশ জানিয়েছে, গুলিতে জখম কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক৷ তাদের চিকিৎসা চলছে৷ স্থানীয় সময় সকাল ১১টার কিছু পরে মেরিল্যান্ডে হামলা চালায় এক বন্দুকবাজ৷ তারপর এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে৷ ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন কয়েকজন৷ রক্তাক্ত হয় ধর্মীয় স্থান৷

গত ২৩ মার্চ ওয়াশিংটনে গুলি চালানোর ঘটনায় মৃত্যু হয় এক পুলিশ অফিসার সহ চারজনের। উত্তর উইসকনসিনের ওয়াউসাউ এলাকার তিনটি জায়গায় এই ঘটনা ঘটে বলে পুলিশের জানায় পুলিশ৷ তখন চারটি মৃত্যুর ঘটনা ঠিক কোথায় ঘটেছে, তা সঠিকভাবে জানা যায়নি। তবে সংবাদমাধ্যম সূত্রে খবর, উইসকনসিনের শোফিল্ড, রথসচাইল্ড ও ওয়েসটনে এই ঘটনাগুলি ঘটে৷ -কলকাতা২৪

এমটিনিউজ২৪/এম.জে/এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে