বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০১৭, ০৭:৫৬:৩৪

যুদ্ধ আসন্ন, সেনাবাহিনীকে অ্যালার্ট থাকতে নির্দেশ

যুদ্ধ আসন্ন, সেনাবাহিনীকে অ্যালার্ট থাকতে নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক : সম্ভবত যুদ্ধ আসন্ন। তাই কোরিয়া সীমান্তে যে মার্কিন সেনাবাহিনীকে মোতায়েন রয়েছে তাদের অ্যালার্ট হওয়ার নির্দেশ দিল মার্কিন প্রশাসন। উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সম্প্রতি যুদ্ধের ঝুঁকি বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এই ব্যবস্থা নিয়েছে আমেরিকা। 

গত কয়েকদিন আগে পরমাণু যুদ্ধ শুরু হয়ে যাবে বলে হুঁশিয়ারি দেয় উত্তর কোরিয়া।  এরপরেই মার্কিন সেনাবাহিনীকে সতর্ক থাকতে বলা হয়েছে। উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে যখন সামরিক উত্তেজনা চলছে ঠিক তখনই সিওলের সঙ্গে জোট বেধে সামরিক মহড়ায় নেমেছে আমেরিকা।

অবশ্য, পরিস্থিতি বিবেচনা করে মহড়া বন্ধ রাখা হয়েছে। উত্তর কোরিয়াকে শত্রু দেশ হিসেবে বিবেচনা করে সর্বাত্মক অভিযান মোকাবেলার মহড়া চালাচ্ছে আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার সেনারা। পিয়ংইয়ং একে চরম উস্কানিমূলক তৎপরতা বলে উল্লেখ করেছে। -কলকাতা২৪

এমটিনিউজ২৪/এম.জে/এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে