বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০১৭, ০৮:০৪:২৯

ফের সেনা ছাউনিতে ভয়াবহ হামলা, ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা

ফের সেনা ছাউনিতে ভয়াবহ হামলা,  ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা

আন্তর্জাতিক ডেস্ক : ফের ভয়াবহ সেনা ছাউনিতে ভয়াবহ জঙ্গি হামলা ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা ৷ আবারও রক্তাক্ত কান্দাহার প্রদেশ৷ আফগান সেনা ছাউনিতে বিস্ফোরণে অন্তত ৪৩ জনের মৃত্যু হয়েছে৷ নিহতদের সবাই সেনকর্মী৷

ভয়াবহ হামলার জেরে ত্রস্ত রাজধানী কাবুলের বাসিন্দারা৷ মাত্র ২৪ ঘণ্টা আগেই পরপর জঙ্গি হামলা ও নাশকতায় ৭০ জনের মৃত্যু হয়েছে আফগানিস্তানের পাকতিয়া প্রদেশে৷ সেই রেশ কাটতে না কাটতেই এবার হামলা হল কান্দাহারে৷

আফগান সংবাদ সংস্থার খবর, কান্দাহারের মাইওয়ান্দ জেলার এই সেনা ছাউনিতে ছিলেন ৬০ জন কর্মী৷ সকালে সেই ছাউনিতে ভয়ঙ্কর হামলা চালায় জঙ্গিরা৷ সেনা কর্মীরা প্রাথমিকভাবে হতচকিত হয়ে পড়েন৷ ততক্ষণে বহু সেনার মৃত্যু হয়েছে৷ এরপরেই পাল্টা গুলি চালায় আফগান সেনা৷

বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ সংস্থার খবর, কান্দাহারের সেনা ছাউনিতে হামলার জেরে রাজধানী কাবুলবাসী প্রচণ্ড আতঙ্কিত৷ যে কোনও মুহূর্তে সেখানেও নাশকতা চালাতে পারে জঙ্গিরা৷ -কলকাতা২৪

এমটিনিউজ২৪/এম.জে/এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে