শুক্রবার, ২০ অক্টোবর, ২০১৭, ১১:২৫:০৩

শুকরের মাংস রপ্তানী ইন্দোনেশিয়ায়, হাসি থামছিলোনা পুতিনের!

শুকরের মাংস রপ্তানী ইন্দোনেশিয়ায়, হাসি থামছিলোনা পুতিনের!

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হাসিমুখ সহজে দেখা মেলেনা। কিন্তু সম্প্রতি রুশ মন্ত্রীসভার একটি মিটিংয়ে তার হাসি কিছুতেই থামছিলোনা। আর ওই হাসির সূত্রপাত হয় তখনই, যখন মন্ত্রীসভার কৃষিমন্ত্রী মুসলিম প্রধান দেশ ইন্দোনেশিয়ায় শুকরের মাংস রপ্তানীর প্রস্তাব করেন। একটি ভিডিও ফুটেজ ও রুশ সূত্রের বরাত দিয়ে খবরটি দিয়েছে ডেইলি মেইল।

গত সপ্তাহে অনুষ্ঠিত ওই বৈঠকের একটি ফুটেজে দেখা যায়, কৃষিমন্ত্রী আলেক্সান্ডার থেকভ রপ্তানী খাতে জার্মানির সঙ্গে রাশিয়ার তুলনামূলক চিত্র উপস্থাপন করছিলেন এবং বৈদেশিক বাণিজ্য বাড়াতে প্রস্তাবনা দিচ্ছিলেন।

থেকভ বলছিলেন, ‘জার্মানী তাদের মোট উৎপাদিত শুকরের মাংসের অর্ধেকই রপ্তানী করে।’ একটি পরিসংখ্যান দেখিয়ে তিনি বলেন, ‘প্রতিবছর প্রায় সাড়ে পাঁচ মিলিয়ন টন শুকরের মাংস উৎপন্ন হয় দেশটিতে। আর এর মধ্য থেকে প্রায় ৩ মিলিয়ন টনই রপ্তানী করে তারা। মূলত চীন, ইন্দোনেশিয়া, জাপান, কোরিয়া- এই দেশগুলোতেই সিংহভাগ শুকর মাংস রপ্তানী করে জার্মানি।’

থেকভের বক্তব্য শেষ হতে না হতেই তুমুল হাসি শুরু করেন পুতিন। হাসির মধ্যেই তিনি বলেন, ‘ইন্দোনেশিয়া একটি মুসলিম দেশ। তারা শুকরের মাংস খায়না।’

থেকভ তখন দৃঢ় কন্ঠে বলেন, ‘তারা খায়।’

এ কথা বলার পরই পুতিনের হাসির বেগ আরও বেড়ে যায়। তিনি বলেন, ‘না, তারা শুকরের মাংস খায়না।’ এ সময় পুতিন তার হাসি কিছুতেই থামাতে পারছিলেননা। এক পর্যায়ে তিনি হাত দিয়ে মুখ ঢেকে ফেলেন। এর কিছুক্ষনের মধ্যেই অবশ্য থেকভ তার বক্তব্যকে শুধরে নিয়ে বলেন, ‘আমি আসলে দক্ষিণ কোরিয়ার কথা বলতে চাইছিলাম, মিস্টার প্রেসিডেন্ট।’ ডেইলি মেইল
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে