রাশিয়াকে ঠেকাবে আমেরিকা : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ্টোন কার্টার বলেছেন, রাশিয়ার সামরিক আগ্রাসন নস্যাৎ করতে আমেরিকার সেনারা পরিকল্পনা করছে। তিনি অভিযোগ করেন, মস্কোর পরমাণু অস্ত্রের ঝনঝনানিতে বিশ্ব ব্যবস্থা এখন বিপদের মুখে পড়েছে। রেডিও তেহরানের এক প্রতিবেদনে এই খাবর দিয়েছে।
কার্টার বলেন, “রাশিয়ার আগ্রাসন মোকাবেলায় আমরা নিজেরা এবং মিত্ররা মিলে আমাদের পরিকল্পনা ঠিক করছি।”
ক্যালিফোর্নিয়ার রোনাল্ড রিগ্যান প্রেসিডেন্সিয়াল লাইব্রেরিতে দেয়া বক্তৃতায় অ্যাশ্টোন কার্টার বলেন, দিন দিন বেড়ে চলা চীনের সামরিক শক্তি ও প্রভাব উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তিনি সরাসরি বলেন, দক্ষিণ চীন সাগরে বেইজিং যে দ্বীপের দাবি করছে তা যুদ্ধের কারণ হয়ে দাঁড়াবে।
৮ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই
�