শুক্রবার, ২০ অক্টোবর, ২০১৭, ০৮:৩২:২৩

কে বলে তিনি ৯৭ বছরের? নরেন্দ্র মোদীর মায়ের নাচ দেখলে অবাক হবেন

কে বলে তিনি ৯৭ বছরের? নরেন্দ্র মোদীর মায়ের নাচ দেখলে অবাক হবেন

আন্তর্জাতিক ডেস্ক: কে বলবে ৯৭ বছর বয়স হয়েছে? দিওয়ালি উপলক্ষে এই বৃদ্ধা মহিলার নাচের ছন্দ দেখলে আপনিও অবাক হয়ে যাবেন। তিনি আর কেউ নন, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন। একদিকে যখন পাহাড়ে গিয়ে সেনা জওয়ানদের সঙ্গে দিওয়ালিতে মেতেছেন নরেন্দ্র মোদী, অন্যদিকে তখন বাড়িতেই গুজরাতি লোকগানের ছন্দে নাচছেন তাঁর মা হীরাবাই। সেই ভিডিও ট্যুইটারে পোস্ট করেছেন কিরণ বেদী। আর স্বাভাবিকভাবেই সেই ভিডিও এখন ভাইরাল।

নিজের বাড়িতে এক কোণে আলো দিয়ে সাজিয়েছেন তিনি। ভিডিওতে দেখা যাচ্ছে সেই দৃশ্যও। উপাচারের পাশাপাশি প্রথাগত গরবা নৃত্যে মেতে ওঠেন তিনি। গান্ধীনগরে ছোট ছেলে পঙ্কজ মোদীর সঙ্গে থাকেন হীরাবেন। সুযোগ পেলেই মায়ের সঙ্গে দেখা করে আসেন প্রধানমন্ত্রী। গত বছর নোটবাতিলের সময় নিজে ব্যাংকে গিয়ে পুরনো নোট বদলেছিলেন তিনি। তার জেরে বিরোধীদের সমালোচনার মুখে পড়তে হয়েছিল প্রধানমন্ত্রীকে।
এমটি নিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে