আন্তর্জাতিক ডেস্ক : নাশকতার পর ভয়াবহ রাত কেটেছে কাবুলবাসীর। সকাল শুরু হতেই পরপর রকেট হামলায় সেই আতঙ্ক আরও বাড়ল।
মসজিদে বিস্ফোরণের পর ভয়াবহ রকেট হামলায় আতঙ্কিত রাজধানী । জঙ্গিরা কাবুলের বিদেশীদের থাকার স্থান লক্ষ্য করে বেশকয়েকটি রকেট হামলা করেছে। এমনই জানাচ্ছে আফগান সংবাদ মাধ্যম। হামলায় কোনও হতাহতের খবর নেই।
শুক্রবার কাবুলের মসজিদে বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। ধর্মীয় দিন থাকায় বেশ ভিড় ছিল মসজিদে। এমন সময় আত্মঘাতী বিস্ফোরণে রক্তাক্ত হয় মসজিদ। আরও একটি মসজিদে হামলা চালানো হয়। জোড়া নাশকতায় নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ৭২ । জখম অনেকে। তাদের অবস্থা গুরুতর।
চলতি সপ্তাহে বারবার নাশকতায় রক্তাক্ত হয়েছে আফগানিস্তান। প্রথমে পাকিস্তান সীমান্তবর্তী আফগান প্রদেশ পাকতিয়া হামলা চালায় তালিবান জঙ্গিরা। একইভাবে পার্শ্ববর্তী গজনিতে বিস্ফোরণ ও হামলা চালানো হয়। দুটি নাশকতায় বহু মৃত্যু হয়।
এরপরেই কান্দাহারের সেনা ছাউনিতে হামলা চালিয়েছে জঙ্গিরা। ৪০ জনের বেশি সেনাকর্মীর মৃত্যু হয়েছে। সেই রেশ ধরে আফগান রাজধানী শহরে নাশকতা ঘটানো হল শুক্রবার। আর শনিবার সকাল থেকেই তালিবানি রকেট হামলায় কাঁপছেন কাবুলবাসী। -কলকাতা24
এমটিনিউজ২৪/এম.জে/এস