আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের দুটি মসজিদে বিস্ফোরণের নিন্দা করল আমেরিকা। কাবুল ও ঘোর প্রদেশে এই হামলায় ৬৩ জন মারা গিয়েছেন। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে আমেরিকা।
শুক্রবারের নামাজের পর কাবুলের শিতে মসজিদে ও ঘোর প্রদেশের সুন্নি মসজিদে হামলা চালায় সন্ত্রাসবাদীরা। সরকারি তরফে হামলাটিকে "নির্বোধ ও কাপুরুষোচিত" বলে বর্ণনা করা হয়েছে। মার্কিন প্রশাসনও হামলার পর আফগানিস্তান সরকারের পাশে দাঁড়িয়েছে।
আফগানিস্তান সরকারের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, শান্তি ও সুরক্ষা বজায় রাখার জন্য আফগানিস্তানের পাশে আছে মার্কিন মুলুক। শুধু এই জোড়া হামলা নয়। দেশে হওয়া একাধিক হামলার নিন্দা করা হয়েছে।
হামলায় যাঁরা মারা গিয়েছেন, তাঁদের পরিবারকে সরকারের তরফ থেকে সমবেদনা জানানো হয়েছে। কাবুলের ইমাম জামান মসজিতে এক আত্মঘাতী বোমারু হঠাত্ই ঢুকে পড়ে। বোমা বিস্ফোরণে প্রায় ৩০ জনের মৃত্যু হয়। আহত হন ৪৫ জন।
জানিয়েছেন মেজর জেনারেল আলিমাস্ত মোমাদ। ঘোর প্রদেশের সুন্নি মসজিদেও আত্মঘাতী বোমারু হামলা চালায়। এলাকার পুলিশ প্রধান ইকবাল নাজামি জানিয়েছেন, হামলায় ৩৩ জনের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত কোনও সন্ত্রাসবাদী গোষ্ঠী এই হামলা দুটির দায় স্বীকার করেনি।
এমটিনিউজ২৪/এম.জে/এস