শনিবার, ২১ অক্টোবর, ২০১৭, ০৩:২০:২৮

হ্যাক করে পরীক্ষার ফল পরিবর্তন করায় শিক্ষার্থী বহিষ্কার

হ্যাক করে পরীক্ষার ফল পরিবর্তন করায় শিক্ষার্থী বহিষ্কার

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সিস্টেম হ্যাক করে নিজের পরীক্ষার ফল পরিবর্তন করায় বহিষ্কার হয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের কানসাস বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, লেকচার হলের কম্পিউটারে কীলগার হার্ডওয়্যার ইনস্টল করে গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নেওয়ার মাধ্যমে গ্রেডিং সিস্টেম হ্যাক করতে সমর্থ হয় ওই শিক্ষার্থী।

গ্রেডিং সিস্টেম হ্যাক করে ‘এফ গ্রেড’ থেকে ‘এ গ্রেডে’ নিজের ফল পরিবর্তন করে নেয় অভিযুক্ত শিক্ষার্থী। তবে শেষ রক্ষা হয়নি তার। গ্রেড পরিবর্তনের বিষয়টি কর্তৃপক্ষের নজরে চলে আসে।

স্থানীয় একটি সংবাদমাধ্যম জানায়, বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উপর বেশ চটে আছেন শিক্ষকরা। কারণ ঘটনাটি এ বছরের স্প্রিং সেশনে অর্থাৎ এ বছরের প্রথমার্ধে ঘটলেও ধরা পড়েছে দুই সপ্তাহ আগে।

তবে এ ধরনের ঘটনা যুক্তরাষ্ট্রে এটাই প্রথম নয়। ২০১৫ সালে লুইজিয়ানার একটি স্কুলে একই ধরনের কর্মকাণ্ডের জন্য একইসঙ্গে ৪৫ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে চীন, ইসরায়েল প্রভৃতি দেশেও এ ধরনের কর্মকাণ্ডের খবর বিভিন্ন সময় প্রকাশ হয়েছে।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে