আন্তর্জাতিক ডেস্ক : নিজের দেশে থেকে নয়, বরং ভারতের মাটি ব্যবহার করে বিশ্বে সাইবার হামলা চালাচ্ছে উত্তর কোরিয়া। এমনই সংবাদ প্রকাশিত হয়েছে রোববারের নিউইয়র্ক টাইমসে।
সেখানে বলা হয়েছে, সম্প্রতি বিশ্বে বেশ কয়েকটি সাইবার হানা চালিয়েছে কিমের দেশ। বেশির ভাগ ক্ষেত্রেই দেখা গিয়েছে ভারত থেকেই হ্যাকাররা বসে সেই কাজ করছে।
নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত হয়েছে আমেরিকার সাইবার সিকিউরিটি বিষয়ক সংস্থা রেকর্ডেড ফিউচারের প্রতিবেদন। সেখানে লেখা হয়েছে, উত্তর কোরিয়ার নামে যে সমস্ত সাইবার অ্যাটাক হয়েছে তার পাঁচ ভাগের এক ভাগ ভারত থেকেই হয়।
বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছেন, যেহেতু সমগ্র বিশ্বের বহু বিশ্ববিদ্যালয়ে উত্তর কোরিয়ার পড়ুয়া রয়েছে। ফলে এই সমস্ত পড়ুয়াদের ব্যবহার করেই সাইবার অ্যাটাক চালাচ্ছে তারা। কারণ হ্যাকিংয়ের পদ্ধতি দেখে বিশেষজ্ঞদের এমনই মনে হয়েছে।
রিপোর্টে আশঙ্কা করে বলা হয়েছে, ভারতেও উত্তর কোরিয়া থেকে আসা পড়ুয়াদের ব্যবহার করেই এমন কাজ চালানো হচ্ছে। যদিও রিপোর্টে নিশ্চিত করে কিছু বলা হয়নি। পুরোটাই আশঙ্কার ভিত্তিতে লেখা হয়েছে।
আমেরিকার মিত্রপক্ষ হওয়ার ফলে উত্তর কোরিয়ায় সঙ্গে ভারতের সম্পর্ক তেমন মধুর নয়। এমন কি কিমের দেশের সঙ্গে সমস্ত ব্যবসায়িক সম্পর্ক ত্যাগ করার যে সিদ্ধান্ত জাতিসংঘ নিয়েছে তাকেও সমর্থন করেছে ভারত।
এমটিনিউজ/এসএস