আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমার সামরিক বাহিনী বিশ্বে সবচেয়ে ক্ষমতাধর বাহিনীগুলোর অন্যতম। এই বাহিনী তাতমাদাও নামেও পরিচিত।
দেশের মোট বাজেটের ২৩ শতাংশের মতো ব্যয় হয় সামরিক বাহিনীর পেছনে।
দেশটির পার্লামেন্টের ২৫ শতাংশ আসন সামরিক বাহিনীর সদস্যদের জন্য সংরক্ষিত। সামরিক বাহিনীই নির্ধারণ করে, কারা কারা এই কোটায় এমপি হবে। মন্ত্রিসভার তিনজন সদস্য সামরিক বাহিনীর। প্রতিরক্ষা, স্বরাষ্ট্র এবং সীমান্ত রক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব তাদের হাতে।
সামরিক বাহিনীর প্রধানের পদ হলো সিনিয়র জেনারেল। পাশ্চাত্য সেনাবাহিনীর ফিল্ড মার্শালের সমতুল্য এই পদ। তিনি সেনা, নৌ ও বিমানবাহিনী মিলিয়ে গঠিত সশস্ত্র বাহিনীর প্রধান। বর্তমান প্রধান হলেন সিনিয়র জেনারেল মিন আঙ হলাইন। এর আগে তিনি ভাইস সিনিয়র জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
একনজরে সামরিক বাহিনীর অবস্থান
সামরিক বাহিনীর প্রধান : সিনিয়র জেনারেল মিন আঙ হলাইন
ডেপুটি কমান্ডার-ইন-চিফ : ভাইস সিনিয়র জেনারেল সো উইন
প্রতিরক্ষামন্ত্রী : লে. জেনারেল শিন উইন
সেনাবাহিনীর সদস্য সংখ্যা : ৪,০৬,০০০
আধা সামরিক বাহিনী : ৭২,০০০।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস