আন্তর্জাতিক ডেস্ক : খুন মানেই মানবতাবিরোধী কাজ। তাও আবার নিজ ঘরে হলে তো আরো হৃয়দবিদারক। তারপরে যদি অফিসে বসে টেলিফোনে স্ত্রী খুনের শব্দ শুনছেন- এটিকে আর কি বলা চলে!
সন্তানরা ঘুমিয়ে আছে। স্বামী কর্মস্থলে ব্যস্ত। মহিলা নিজের ঘরেই অবস্থান করছেন। এ সময় ঘরে ঢুকল এক দুর্বৃত্ত।
মহিলাও ঠিক আঁচ করতে পেরেছেন যে, ঘরে কোনো অপরিচিত লোক ঢুকেছে। তাই আতঙ্কিত নিকোলা ক্রস (৩৭) তার আইটি বিশেষজ্ঞ স্বামীকে টেলিফোন করেন।
স্বামী ড্যানি ক্রস (৩৮) ফোন ধরলেন। টেলিফোনেই তিনি শুনতে পাচ্ছিলেন প্রিয়তম স্ত্রীর খুনের শব্দ।
দক্ষিণ ইংল্যান্ডের হার্টফোর্ডশায়ারে সোমবার এ ঘটনা ঘটে। পুলিশ পোল্যান্ড বংশোদ্ভূত ওই খুনি মার্চিন পোর্সজিনস্কিকে গ্রেপ্তারও করেছে।
গুদামের কর্মচারি মার্চিন সিঁধেল চুরির জন্য বাসায় ঢুকেছিল বলে ধারণা করছে পুলিশ। নিকোলাকে খুন করে সে তার দুটো সন্তানকে অপহরণ করেছিল। তবে এখন তারা নিরাপদে আছে। সূত্র: ডেইলি মেইল
১৭ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/সৈকত/এমএস