সোমবার, ০৯ নভেম্বর, ২০১৫, ০২:২৭:৫২

কিছু বলার আগে ভেবেচিন্তে বলুন: মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর প্রতি আদেশ দেহ্‌কান

কিছু বলার আগে ভেবেচিন্তে বলুন: মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর প্রতি আদেশ দেহ্‌কান

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন দেহ্‌কান মার্কিন প্রতিরক্ষমন্ত্রী অ্যাশ্টন কার্টারকে কোন কিছু বলার আগে ভেবেচিন্তে কথা বলতে বলেছেন। মধ্যপ্রাচ্যে ইরানের সামরিক ভাবে তৎপর বলে ভিত্তিহীন অভিযোগ তোলার পর তার প্রতি এ হুশিয়ারি উচ্চারণ করা হলো। মার্কিন প্রতিরক্ষামন্ত্রীকে তার অতীত রেকর্ড এবং আগ্রাসী ভূমিকা খতিয়ে দেখার আহ্বান জানান ইরানের প্রতিরক্ষামন্ত্রী। তিনি বলেন, কথা বলার সময়ে আরো যুক্তিভিত্তিক হবে এবং ভাবনাচিন্তা করতে হবে। এ ছাড়া, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর তৎপরতা নিয়েও বিস্ময় প্রকাশ করেন তিনি। এ সব গোয়েন্দা সংস্থার তৎপরতা অত্যন্ত জটিল এবং প্রায় সর্বত্র এদের উপস্থিতি রয়েছে। এ ছাড়া দৃশ্যত শক্তিশালী এ সব সংস্থা মার্কিন কর্তৃপক্ষকে ভুল পথে পরিচালিত করছে বলে জানান তিনি। তিনি বলেন, এ সব সংস্থা মার্কিন কর্তৃপক্ষকে অবাস্তব, অযৌক্তিক এবং আগ্রাসী অবস্থানের দিকে ঠেলে দিচ্ছে। তিনি বলেন, ইরান মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা এবং নিরাপত্তা চায়। আমেরিকা এবং বাইরের দেশগুলো নাক না গলালে এবং আঞ্চলিক ক্ষেত্রে তারা উপস্থিত না থাকলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ফিরে আসবে বলে জানান তিনি। ৯ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে